USB চার্জার প্রতারণা, খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! সতর্ক হন

Beware of new USB Charger scam

সময়ের সাথে সাথে বেড়েই চলেছে সাইবার প্রতারণা। বিভিন্ন উপায় বের করে সাধারণ মানুষের সাথে স্ক্যাম করছে প্রতারকেরা। এতোদিন পর্যন্ত শুনেছেন সোশ্যাল মিডিয়া বা কখনো কল করে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। সম্প্রতি এবার শোনা গিয়েছে ইউএসবি চার্জার(USB Charger) ব্যবহার করেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে তারা।

আসলে অনেক সময় আমরা দেখে থাকি হোটেলে, স্টেশনে বা বিমানবন্দরে মোবাইল ফোন চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। তবে এমন কিছু চার্জার রয়েছে যেগুলি ব্যবহার করলেই আপনি বিপদে পড়তে পারেন। এক্ষেত্রে হ্যাকার মূলত ‘জুস জ্যাকিং’ নামক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চার্জারের পোর্টগুলিকে তাদের আয়ত্তে রাখে।

যখনই আপনি সেটি চার্জ দেবেন তখনই আপনার ব্যক্তিগত তথ্য উঠে আসবে হ্যাকারদের হাতে। মূলত ওই চার্জারের মাধ্যমে আপনার মোবাইল ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। এবার হয়তো ভাবছেন কীভাবে এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন? জেনে নিন।

১. সব সময় নিজের চার্জার দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করুন। যদিও রাস্তাঘাটে সব সময় তেমনটা সম্ভব হয় না। এক্ষেত্রে পাওয়ার ব্যাংক রাখার চেষ্টা করুন। বাইরের ইউএসবি চার্জার এড়িয়ে চলাই ভালো।

২. মোবাইলে বেশ কিছু নিরাপত্তা ফিচার দেওয়া থাকে। সেগুলি অন রাখুন। পিন কোড বা পাসওয়ার্ড দিয়ে রাখুন, এতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। শুধু তাই নয় অচেনা কোনো ডিভাইসের সাথে নিজের ফোন কানেক্ট করবেন না।

৩. যদি একান্তই ফোন চার্জে বসাতে হয় সেক্ষেত্রে আপনি আপনার ফোনটি স্যুইচ অফ করে তারপরে বসান। এক্ষেত্রে ফোনে ডেটা চুরি যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

৪. বিমানবন্দর, বা স্টেশনে যদি চার্জ দিতে হয় তাহলে সব সময় মোবাইলের সাথে থাকুন। দেখবেন কোনো অস্বাভাবিক বিষয় চোখে পড়ছে কিনা। যদি সেরকম হয় তাহলে ততক্ষণাৎ সাইবার পুলিশের সাথে যোগাযোগ করুন।

আরও পড়ুন,
সস্তার প্ল্যান নিয়ে এল Jio, 56 দিন আনলিমিটেড কল সঙ্গে ডেটা
*আয়েশার সঙ্গে প্রেম করছেন ৪৫-এর অম্বরীশ? মুখ খুললেন অভিনেত্রী