আয়েশার সঙ্গে প্রেম করছেন ৪৫-এর অম্বরীশ? মুখ খুললেন অভিনেত্রী

টলি পাড়ার অন্দরে ঘটা ঘটনা মাঝেমধ্যে প্রকাশ্যে চলে আসে। যেখানে প্রেম এমন একটি বিষয় যা কোনো না কোনো উপায়ে বাইরে বেরিয়ে পড়ে। তেমনই এবার আরও এক অসম প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। শোনা যাচ্ছে আপাতত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য্য। যদিও তারা এর আগে একটি ধারাবাহিকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

অসমবয়সী প্রেম নিয়ে এখন বেশ উত্তাল টলিউড। কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি বিয়ে করেছেন তার থেকে অর্ধেক বয়সী টলি পাড়ার আরেক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। তাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি৷ এছাড়া দোলন ও দীপঙ্কর অসমবয়সী স্বামী স্ত্রী। টলি পাড়ায় এমন উদাহরণ রয়েছে বেশ কিছু।

তবে কি ফের আরও এক অসমবয়সী বিয়ের ঢাক বাজতে চলেছে? এই বিষয়ে আয়েশাকে জিগ্যেস করা হয় এক সংবাদমাধ্যমের তরফে। আর এই প্রশ্ন শুনে হেসে গড়াগড়ি খান তিনি। এই প্রশ্নে আয়েশা জানান, “প্রেম করছি না৷ অম্বরীশ দার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।” এমন খবর রটেছে শুনেও তিনিও বেশ মজা পেয়েছেন।

আয়েশা বলেন, “মাঝে মাঝে এমন খবর রটে।” তারা প্রেম করছেন না। একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন তারা। যদিও পর্দায় তাদের যে প্রেম দেখানো হবে তা হতে চলেছে অসমবয়সী। জানা যাচ্ছে, এই নতুন ছবির নাম ‘বুমেরাং’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিৎ ও রুক্মিণী। এছাড়া রয়েছেন সৌরভ দাস ও দেবচন্দ্রিমা সিংহ রায়।

আয়েশা তার চরিত্র নিয়ে বলেন, “আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার।” দু’জনের অসমবয়সী প্রেমকে সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। আয়েশা জানান, অম্বরীশ ভট্টাচার্য্যের এবারের চরিত্রটি একেবারে অন্যরকম। ছবিটি আগামী ১০ই মে গরমের ছুটিতে মুক্তি পাবে।

আরও পড়ুন,
*প্রেমিকের জন্য বাবা-মায়ের থেকে দূরে সরছেন দিতিপ্রিয়া!
*ফের জনি সিন্সের সঙ্গে নতুন বিজ্ঞাপন ‘ক্যামেরায় নগ্ন হওয়া’ রণবীরের