চাঁদি পোড়া গরমেও এক ধাক্কায় কমবে বিদ্যুতের বিল, জানে রাখুন ৫ সহজ পদক্ষেপ

Even in summer, the electricity bill will be reduced in one fell swoop, know 5 simple steps

বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় বিপুল পরিবর্তন এসেছে। আর্থিক দিক দিয়েও অনেকটাই উন্নত হয়েছে সাধারণ মানুষ। আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রযুক্তিকেও যে কাজে লাগাতে হয় তা অস্বীকার করা যায় না। তাইতো লক্ষ্য করলে দেখা যাবে কমবেশি সকলের বাড়িতেই টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি রয়েছে। আর একটু বিত্তশালী মানুষদের বাড়িতে এয়ারকন্ডিশনার, গিজার, ওয়াশিং মেশিন ইত্যাদি লক্ষ্য করা যায়।

এগুলি যেমন মানুষের জীবনকে অনেকটা সহজ করে তুলেছে। তেমনি এগুলির ব্যবহারে ইলেকট্রিক বিলও কিন্তু বেশ ভালোরকম আসে। তবে এমন ছোট ছোট বিষয় রয়েছে যেগুলির প্রতি যদি আমরা সচেতন হতে পারি তাহলে ইলেকট্রিক বিল অনেকটাই কমানো সম্ভব। আজ আমরা সেরকমই কিছু বিষয় সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।

আমাদের অনেকের অভ্যাস রয়েছে ঘরে টিভি, ফ্যান বা লাইট অন করেই বেরিয়ে যাওয়া। তবে এটা মোটেই করা যাবে না। আপনি যখন ঘর থেকে বের হবেন তখন অবশ্যই নজর রাখবেন যে ফ্যান বা লাইটের স্যুইচ বন্ধ করেছেন।

কোনো যন্ত্রপাতি পুরনো হয়ে গেলে সেগুলি বেশি বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে নতুন যন্ত্রপাতি অনেকটাই কম বিদ্যুৎ খরচ করে। এছাড়াও বর্তমানে পাঁচ স্টার রেটিংযুক্ত যন্ত্রপাতি বাজারে পাওয়া যায়। যা বিদ্যুৎ সাশ্রয় করতে অনেকটাই সাহায্য করে।

আপনার বাড়ির পুরনো বাল্ব পাল্টে এলইডি বাল্ব লাগিয়ে নিন। এগুলি সাধারণ বাল্বের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে এবং বেশি আলো দেয়।

যেহেতু এখন গ্রীষ্মকাল চলে এসেছে তাই যাদের বাড়িতে এয়ারকন্ডিশনার রয়েছে তারা অবশ্যই সেগুলিকে ব্যবহার করতে চলেছেন। এসি কিন্তু অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে আপনি তাপমাত্রা ২৪ ডিগ্রিতে চালানোর চেষ্টা করবেন। এতে মাঝেমধ্যেই সেটি স্যুইচ অফ হবে। ফলে বিদ্যুৎ বাঁচবে।

কম্পিউটারে কাজ করার পর সবসময় সেটিকে বন্ধ রাখবেন। কারণ, তাতে বিদ্যুৎ খরচ হয়। এছাড়াও মোবাইল যদি সম্পূর্ণ চার্জ হয়ে যায় তাহলে চার্জারটিকে খুলে রাখবেন। টিভির ক্ষেত্রেও এমন নিয়ম পালন করুন।

আরও পড়ুন,
*রাজা-মধুবনীর সংসারে গার্হস্থ্য হিংসের অভিযোগ! প্রকাশ্যে ভিডিয়ো
*লাইভ কনসার্টে মা-মেয়ের যুগলবন্দি রবিনা-রাশা