অক্টোবরেই পৃথিবীর বুকে ধেয়ে আসতে পারে সৌর ঝড়

ফের সূর্যে ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণ। আর তার ফলে পৃথিবীতে হতে পারে বিরাট সৌর ঝড়, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এই সৌর ঝড় কী তা নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন থাকে। সূর্যের পৃষ্ঠে এমন কিছু গর্ত রয়েছে যেখানে আগ্নেয়গিরির মতন বিস্ফোরণ ঘটতে থাকে। এই বিস্ফোরণগুলি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এর ফলে সূর্য থেকে তরঙ্গ নির্গত হয় এবং তা সৌরজগতের দিকে অগ্রসর হতে শুরু করে।

ধেয়ে আসা এই তরঙ্গকে বলা হয় সৌর ঝড় বা সোলার ফ্লেয়ার। এভাবে একের পর এক সৌর ঝড় ঘটে চলছে পৃথিবীর বুকে যা বর্তমানে খুব সাধারণ একটি বিষয় হয়ে গিয়েছে। তেমনই সম্প্রতি বিজ্ঞানীদের তরফে পৃথিবীর বুকে এমন এক সৌর ঝড়ের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। অক্টোবর মাসের শুরুতেই পৃথিবীর বুকে হতে পারে এই সৌর ঝড়।

এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মহাকাশ সংস্থা নাসা। নাসার তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে সূর্যের পৃষ্ঠে এমন দু’টি বিস্ফোরণ ঘটেছে। আর তার ফলে দু’টি সৌর শিখার সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটিকে দশম শ্রেণির সোলার ফ্লেয়ার বা সৌর ঝড় বলে মনে করা হচ্ছে।

এমন সৌর ঝড় পৃথিবীর বুকে রেডিও ফ্রিকোয়েন্সী সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। গত ৩০শে সেপ্টেম্বর সূর্যের পৃষ্ঠে এই বিস্ফোরণ ঘটেছে। বিজ্ঞানীরা অনুমান করছেন, আগামী ৪ঠা অক্টোবরের মধ্যে এই সৌর ঝড় পৃথিবীর বুকে নেমে আসবে। এর আগে ১৪ই মে একটি বড় সৌর ঝড় হয়েছিল। এই সৌর ঝড় পৃথিবীর বুকে ব্যাপক ক্ষতি করে।

পৃথিবীর বুকে এমন সৌর ঝড়ের ফলে একাধিক সমস্যার সৃষ্টি হয়। যেমন রেডিও ফ্রিকোয়েন্সী সম্পূর্ণ নষ্ট করে তেমনই অরোরা তৈরি করে, নেভিগেশন সিস্টেম সহ পাওয়ার গ্রিড ও স্যাটেলাইট যোগাযোগকে বিচ্ছিন্ন করে। তাই এই পৃথিবীর ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কার বিষয় এই সৌর ঝড়।

error: Content is protected !!