গত বছর মার্চ মাসে দ্বিতীয় বারের জন্য সাত পাকে বাঁধা পড়েন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। এরপর মাত্র ৮ মাসের মাথায় সন্তানের খবর জানান তারা। এর আগে দুর্নিবারের বিয়ে হয় ২০২১ সালে। গানের জগতে স্বল্প পরিচিত মীনাক্ষী মুখার্জীর সঙ্গে বিয়ে হয় তার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়ার পর ওই বছরের ডিসেম্বর মাসেই তাল কাটে তাদের সম্পর্কের। এরপর ধীরে ধীরে তাদের ছাদ আলাদা হয়ে যায়।
যদিও মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের আইনি বিবাহ হয় ২০১৭ সালে। এরপর তারা লিভ ইন সম্পর্কে ছিলেন বেশ কিছু বছর। অবশেষে ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর এক বছরও তারা একসঙ্গে থাকতে পারেননি। তাদের জীবনের পথ আলাদা হয়ে যায়। এরপর ২০২১ সালে ডিসেম্বর মাসেই দুর্নিবারের সঙ্গে পরিচয় হয় মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের।
বিনোদন জগতের বেশ পরিচিত মুখ তিনি। এর পাশাপাশি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিকও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেন। এরপর বিয়ের ৮ মাসের মধ্যে সন্তানের সুখবর দেন তারা। চার মাস হয়েছে সন্তান জন্ম হয়েছে তাদের। যদিও তারা এখনও সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি।
তবে তাদের সন্তানের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তারা। রবিবার রাতের দিকে ছেলে ও বরের একটি সাদা কালো ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা। ছবিতে লিখলেন, “তুঝসে মেরা জিনা মরনা, জান তেরে হাত ম্যায়… তুমি সঠিক।” এরপর পোস্টটি ভাইরাল হতে সময় নেয়নি। জানা যায় মোহর ও দুর্নিবারের প্রথম আলাপ হয় ২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়ে।
এরপর মোহরকে প্রেমের প্রস্তাব দেন দুর্নিবার। দুর্নিবার তার স্ত্রী-এর প্রসঙ্গে বলেন, “কিছু সম্পর্ক যে ঠিক নয়, তা বোঝার পর একটা জায়গায় এসে মনে হল এতদিনে আমার হাতটা শক্ত করে ধরে রাখছে কেউ। মোহর আমার জীবনের সেই মানুষটা। সম্পর্কে এতটা ঠিক নিজেকে কোনওদিন মনে হয়নি।”