‘বিগ বস’-এর ঘর থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি৷ এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ছোটোখাটো চেহারা তার। ছোটো বয়সে রিকেটে আক্রান্ত হওয়ার কারণে তার আয়তন বাড়েনি৷ তবে চেহারায় এক প্রাণবন্ত উচ্ছলতা। তিনি হলেন তাজিকিস্তানের গায়ক আব্দু রোজ়িক। বিশ্বের সবচেয়ে খুদে গায়ক হিসেবে নজির গড়েছেন আব্দু।
বলিউড অভিনেতা সালমান খানের ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-তে ‘দিল দিওয়ানা’ গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সেই গান তুমুল জনপ্রিয় হয়ে যায়। পছন্দ হয় সালমান খানেরও। তবে ‘বিগ বস ১৬’-এর ঘরে প্রবেশ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। ছোটোবেলায় রিকেটে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সেইসময় অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি৷
তবে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নাম ও যশ বাড়তে থাকে। এবার বিয়ে করতে চলেছেন আব্দু। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রতি তিনি পোস্ট করে জানান খুব শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন। তার হাতে দেখা যায় বিয়ের আংটি।
ভিডিওতে আব্দুকে বলতে শোনা যায়, “আমার বয়স ২০ বছর। আমি সব সময় এমন একটি মেয়ের প্রেমে পড়ার স্বপ্ন দেখেছি যে আমাকে সম্মান করবে, আমাকে খুব ভালবাসবে। এটা আমার স্বপ্ন ছিল। হঠাৎ খুঁজে পেলাম সেই মেয়েকে। যে আমাকে সম্মান করে, আমাকে ভালবাসে। আমি খুব উচ্ছ্বসিত নতুন এই জীবনটার জন্যে।”
এরপর তিনি আরও বলেন, “জীবনে কখনও ভাবিনি যে, আমি এমন একজনের ভালবাসা পেয়ে যাব, যে আমাকে সম্মান করবে। আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।” আব্দুর স্ত্রী-এর নাম আমিরা। জানা যাচ্ছে, তাদের দুবাইয়ের শপিং মলে দেখা হয়েছিল। এরপর দু’জনের একে অপরকে ভালো লেগে যায়।
আরও পড়ুন,
*Shah Rukh Khan: ৫০ টাকা মাইনের স্কুলে পড়তেন শাহরুখ খান! অবাক হলেও সত্য
*Ushasi Ray: স্লিভলেস ব্লাউজ, লাল টুকটুকে শাড়িতে লাস্যময়ী ঊষসী! অভিনেত্রীর বোল্ড লুক