অক্ষয়ের শৃঙ্খলার রহস্য ফাঁস করলেন অভিষেক বচ্চন: “৮ ঘণ্টার পর আর এক মিনিটও নয়!”

বলিউডের অন্যতম শৃঙ্খলাবদ্ধ ও সময়নিষ্ঠ তারকা হিসেবে অক্ষয় কুমারের(Akshay Kumar) খ্যাতি নতুন নয়। তবে সম্প্রতি অভিষেক বচ্চনের এক অকপট মন্তব্যে উঠে এসেছে তার কাজের ধরন নিয়ে এক চমকপ্রদ তথ্য, যা আবারও প্রমাণ করেছে—শৃঙ্খলা ও ভারসাম্যই অক্ষয়ের সাফল্যের আসল চাবিকাঠি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান, “অক্ষয় শুধু আট ঘণ্টা কাজ করেন। সময় শেষ হয়ে গেলে, তিনি প্যাক আপ করে চলে যান—যদিও তখনও শট বাকি থাকে।” অভিষেকের এই মন্তব্যে প্রকাশ পেয়েছে অক্ষয়ের পেশাদার জীবনের কঠোর নিয়মনীতি ও সময় ব্যবস্থাপনা দক্ষতা।

অফবিট
শকুনের বাসা থেকে উদ্ধার ৭০০ বছরের পুরনো জুতো!

অক্ষয় কুমার দীর্ঘদিন ধরেই পরিচিত তার সকালের শিডিউল, ফিটনেস রুটিন এবং পারিবারিক জীবনের প্রতি অঙ্গীকারের জন্য। তিনি বিশ্বাস করেন, “সঠিক সময়ে কাজ ও বিশ্রাম নেওয়াই দীর্ঘমেয়াদি সাফল্যের মূল।” তাই শুটিং সেট হোক বা প্রচারণা, অক্ষয় ৮ ঘণ্টার কাজের সীমা কখনও অতিক্রম করেন না।

অভিষেকের এই প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই লিখেছেন, “এটাই আসল পেশাদারিত্ব,” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “অক্ষয় জানেন কীভাবে কাজের পাশাপাশি জীবনকেও গুরুত্ব দিতে হয়।”

Zubeen Garg death Case
বিষপ্রয়োগেই কি তবে জুবিনের মৃত্যু? অসম পুলিশের হাতে এলো রিপোর্ট

এই সাক্ষাৎকারের সময়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে ঘিরে নানা বিতর্ক চলছে—তার মন্তব্য, উপস্থিতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে। অভিষেকের মন্তব্য যেন এক প্রকার ইঙ্গিত দিয়েছে, বলিউডে এখনো এমন তারকারা আছেন যারা খ্যাতি ও গ্ল্যামারের বাইরে থেকেও নিজেদের নীতিতে অবিচল।

নেটিজেনদের মতে, অভিষেকের এই ‘খুলাসা’ শুধু অক্ষয় কুমারের পেশাদারিত্বকেই নয়, পুরো ইন্ডাস্ট্রির কর্মসংস্কৃতিতেও এক নতুন বার্তা দিয়েছে—সাফল্যের পথ শুধুই কঠোর পরিশ্রম নয়, তার সঙ্গে দরকার শৃঙ্খলা, ভারসাম্য ও নিজের প্রতি সম্মান।

অক্ষয় কুমারের ৮ ঘণ্টার কাজের রুটিন নিয়ে অভিষেক বচ্চনের প্রকাশ্যে করা মন্তব্য এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনা ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্ব, সময় ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে।

বিনোদন
“আমাকে নিয়ম শেখাতে আসবেন না”, ‘কেবিসি-১৭’-এর প্রতিযোগী দশ বছর বয়সী খুদের আচরণে ক্ষুদ্ধ নেট দুনিয়া

error: Content is protected !!