শুনে হেসে ফেললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! এমন কী কথা হল আরজি কর নিয়ে?

20240819 214813 DrTFSSkK4F

আর.জি কর কাণ্ডের পর বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে নারী সুরক্ষার স্বার্থে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে মেয়েদের নাইট শিফট কম করতে হবে। ইতিমধ্যে সে বিষয়ে মুখ খুলেছিলেন মিমি চক্রবর্তী। আর এবার এই নিয়মাবলী শোনার পর হেসে ফেললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

পরম বলেন, ‘নিঃসন্দেহে লজ্জার। এখনও যে বলতে হচ্ছে আমাদের নারীরা রাতের দখল নাও, বলতে হচ্ছে যে নাইট ডিউটি কম হচ্ছে মহিলাদের। এটা আমি মানতে পারছি না যে, মহিলাদের নাইট ডিউটি কম রাখবো। তাহলে মানেটা কী হলো? রাত্রিবেলা মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? এটা তো আমরা চাইছি যাতে কেউ কারও অধিকার থেকে বঞ্চিত না হয়।’

আরও বলেন, ‘সুরক্ষিত করার দায়িত্ব তো প্রশাসনের। বা যেখানে যিনি কাজ করবেন, শুধু হসপিটাল নয়, সেই কতৃপক্ষের। তা বলে মেয়েরা নাইট ডিউটি করতে পারবেন না, ইয়ার্কি হচ্ছে নাকি?’ স্বস্তিকা লেখেন, ‘নাইট ডিউটি থেকে অব্যহতি নয় কর্মক্ষেত্রে নারী সুরক্ষা আইন চাই! মেয়েদের জন্য কোন গণ্ডি বা লক্ষণ রেখা টানবেন না! সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আইনসভায় আইন প্রণয়ন করুন!’

আরও পড়ুন,
*১০ দিন হতে চললো, কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি? আরজি কর কান্ড নিয়ে চিন্তিত অনুপম

এর আগে মিমি একটি পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে লেখা ছিল, ‘মেয়েটি ধর্ষিতা নয়। বলুন ছেলেটি তাকে ধর্ষণ করেছে। মেয়েকে সামলে রাখুন নয় বরং ছেলেকে শিক্ষিত করুন। মেয়েদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে না বলে ছেলেদের বলুন তাহলে তারা নিরাপদ থাকবে।’

তবে শুধু তারকারাই নয় এই বিষয়টি মানতে পারেননি সাধারণ মানুষও। মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে না। কারণ, এই ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এই পরিস্থিতিতে যদি কঠোর শাস্তি দেওয়া হয় তাহলেই চিত্রে কিছুটা পরিবর্তন হবে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন,
*Rakhi: উল্লেখ পুরাণে, স্বামীর হাতেও রাখী পড়ান যায়! রইলো অজানা তথ্য