স্টার জলসায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে তাকে শেষ দেখা গিয়েছে। এরপর আর দেখা যায়নি তাকে। তিনি হলেন রিয়াজ লস্কর। একটি ধারাবাহিকে অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি৷ ‘গাঁটছড়া’ ধারাবাহিকে কুণাল সিংহ রায় চরিত্রে বাড়ির ছোটো ছেলের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল রিয়াজকে। ধারাবাহিক শেষ হওয়ার পর এক বছরের বেশি সময় রিয়াজকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়।
দীর্ঘ দেড় বছর পর ফের টেলিভিশনের পর্দায় দেখা যাবে রিয়াজকে। এবার তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টেলিভিশনের আরেক পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়। প্রথম জুটি বাঁধতে চলেছেন অনন্যা ও রিয়াজ। জানা যাচ্ছে, প্রভাতকুমার মুখার্জির ‘বউ চুরি’ গল্পের উভর ভিত্তি করে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিকটি।
এই ধারাবাহিকে তাদের স্বামী ও স্ত্রী-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জানা যাচ্ছে, এই নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে ‘আকাশ আট’ চ্যানেলে। ইতিমধ্যে ধারাবাহিকের অভিনয় শুরু করে দিয়েছেন রিয়াজ ও অনন্যা। তবে ধারাবাহিকের কী নাম হবে তা এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই ধারাবাহিকের প্রোমো ভিডিও আসতে চলেছে।
এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তানিষ্কা তিওয়ারিকে। তানিষ্কাকে দেখা গিয়েছে ‘ফেলনা’ ধারাবাহিকে শিশু চরিত্রে। এবার ফের নতুন চরিত্রে তাকে দেখা যাবে। অপরদিকে অনন্যাকে ‘করুনাময়ী রানি রাসমনি’ ধারাবাহিকে দেখা গিয়েছে। এরপর একাধিক ধারাবাহিক অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি৷ এবার একেবারে প্রধান চরিত্র অভিনয় করবেন অনন্যা ও রিয়াজ৷
আরও পড়ুন,
*‘…গর্ব হয় তোমার জন্য’, নীলাঞ্জনার উদ্দেশ্যে কি লিখলেন মহুয়া