মেয়ে হওয়ার পর অভিনয়ে ফেরার গুঞ্জন উড়ছে অহনা দত্তকে ঘিরে। তবে অভিনেত্রী জানালেন, এখনই ফিরছেন না তিনি। সময় হলেই নিজেই জানাবেন।
মেয়ে হওয়ার কয়েক মাস কাটতে না কাটতেই ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত—এমন জল্পনা ছড়িয়েছিল টেলিপাড়ায়। শোনা যাচ্ছিল, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আবার দেখা যাবে মিশকাকে। এই চরিত্রের মাধ্যমেই ছোটপর্দায় আত্মপ্রকাশ হয়েছিল অহনার। কিন্তু গুঞ্জনের সত্যতা উড়িয়ে দিলেন তিনি নিজেই।
অহনা স্পষ্ট জানালেন, “ভুয়ো খবর রটানো হচ্ছে আমার নামে। এখনই ফিরছি না। পর্দায় ফেরার জন্য প্রস্তুত হলে আমিই সবাইকে জানাব।”
বর্তমানে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মেয়ের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অহনা। পাশাপাশি বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে।
‘অনুরাগের ছোঁয়া’-র শুটিং সেটেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেমের সূত্রপাত। এখন মেয়ে মীরা এবং স্বামীকে নিয়ে সুখের সংসারে ব্যস্ত অহনা। শাশুড়ির নামেই মেয়ের নাম রেখেছেন তিনি। অনুরাগীরা অপেক্ষায়—কবে আবার ছোটপর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় মিশকাকে।
বিনোদন
‘ওঁর পরিবার ভাঙতে চাই না’, ফের শাহরুখকে নিশানা করলেন ‘দবং’ পরিচালক অভিনব
#AhonaDutta #BengaliTelevision #AnuragerChhoya #TollywoodNews #Entertainment #CelebrityNews #Motherhood
