সেলফিতেই রোগ নির্ণয়! এআই জানাবে বয়স ও স্বাস্থ্যঝুঁকি

বয়স—এই শব্দটি শোনামাত্রই আমাদের মনে ভেসে ওঠে জন্মসনদে লেখা সংখ্যা। কিন্তু বিজ্ঞানের কাছে বয়স কেবল বছর গণনা নয়; মানুষের শরীরের ভেতরের প্রকৃত অবস্থার ওপর ভিত্তি করে আরেকটি মাপকাঠিও রয়েছে—বায়োলজিক্যাল এজ। এই বয়স নির্ধারণে এতদিন নির্ভর করতে হতো চিকিৎসকদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর। কিন্তু এবার সেই কাজেই সহায়ক হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

অবাক করার মতো হলেও সত্যি, একটি মাত্র সেলফি বিশ্লেষণ করেই মানুষের বায়োলজিক্যাল এজ ও সম্ভাব্য রোগঝুঁকি নির্ধারণ করতে পারবে ‘FaceAge’ নামের এক অভিনব এআই টুল। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের একটি স্বাস্থ্য সংস্থা এই প্রযুক্তি তৈরি করেছে, যার লক্ষ্য ডাক্তারদের কাজকে আরও নির্ভুল ও সুগম করে তোলা।

কীভাবে কাজ করে FaceAge?

এই এআই মডেলটি ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে হাজার হাজার মানুষের মুখের ছবি বিশ্লেষণ করে শিখেছে কোন ধরনের মুখাবয়ব, ত্বকের গঠন, চোখের নড়াচড়া, মুখের রেখা বা অন্যান্য সংকেত কী ধরনের স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়। মূল ধারণাটি এসেছে চিকিৎসকদের ব্যবহৃত একটি প্রচলিত কৌশল থেকে—the eyeball test বা ক্লিনিক্যাল আই।

ডাক্তারের চেম্বারে রোগী ঢুকতেই অভিজ্ঞ চিকিৎসক অনেক সময় মুখ দেখে ধরে ফেলেন রোগীর সম্ভাব্য সমস্যা। ফেসএজ একই ধারণা অনুসরণ করে ছবির ভেতর থেকে খুঁজে বের করে সেইসব সূক্ষ্ম পরিবর্তন, যা মানুষের চোখে প্রতিবার ধরা নাও পড়তে পারে।

ডাক্তারের বিকল্প নয়, বরং সহকারী

উদ্ভাবক সংস্থার দাবি, এই এআই প্রযুক্তি কোনও দিনই ডাক্তারের অভিজ্ঞতা বা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে না। বরং ডাক্তার যেটি ভাবছেন, সেটিই ক্রস-চেক করে আরও নিশ্চিতভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে সাহায্য করবে।

এমনকি ক্যানসারের মতো গুরুতর রোগের ক্ষেত্রেও এটি ইতিমধ্যেই সাফল্যের প্রমাণ রাখছে। বিভিন্ন দেশের ক্যানসার রোগীদের উপর পরীক্ষামূলক প্রয়োগে এটি চিকিৎসকদের কাজে সহায়তা করেছে বলে জানিয়েছে গবেষক দল।

রিসার্চ প্রকাশিত ল্যানসেট ডিজিটাল হেলথে

এ সংক্রান্ত গবেষণাপত্রটি ২০২৫ সালের মে মাসে The Lancet Digital Health–এ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই শুরু হয়েছে এর পাইলট স্টাডি, এবং খুব শিগগিরই বিশ্বজুড়ে বেশ কয়েকটি হাসপাতালে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নিয়মিত চিকিৎসা পরিষেবায় অন্তর্ভুক্ত হলে ডাক্তাররা রোগীর মুখের ছবি দেখে দ্রুত ঝুঁকি নির্ধারণ করতে পারবেন।

চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত

সব মিলিয়ে বলা যায়, চিকিৎসা বিজ্ঞানে এআই-এর এই নতুন সংযোজন ডাক্তারদের দক্ষতাকে আরও বাড়িয়ে দেবে। রোগী পরামর্শে সময় বাঁচবে, নির্ণয়ে আসবে দ্রুততা ও নির্ভুলতা। প্রযুক্তি যত উন্নত হবে, ততই চিকিৎসা হবে আরও কার্যকর ও সহজলভ্য।

আরও পড়ুন
হাওড়া ডিভিশনে চার দিন একাধিক ট্রেন বাতিল, পরিবর্তিত রুটেও চলবে অনেক এক্সপ্রেস

সেলফি এখন আর শুধু বিনোদন নয়; ভবিষ্যতে স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন
এক চার্জে ছুটবে ৪৪০ কিমি রেঞ্জ! ১৪ হাজারে পতঞ্জলি স্কুটার কি সত্যি? জানুন আসল সত্য

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক