বলিউডে ফের চর্চার কেন্দ্রে অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শক-সমালোচকের নজর কেড়েছে। রণবীর সিংয়ের মতো তারকার উপস্থিতিতে থেকেও অভিনয়ের ছাপ যে তিনি আরও গভীর রেখেছেন—সেটাই আজ আলোচনার বিষয়। পঞ্চাশ পেরোনো অভিনেতার জনপ্রিয়তা নতুন করে বেড়েছে, বিশেষ করে উত্তর ভারত থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত নানা জায়গায় তাঁর অনুরাগীদের সংখ্যা দ্রুত বাড়ছে।
এর মধ্যেই ভাইরাল হয়েছে অক্ষয়ের একটি বহু পুরনো ভিডিও—যা করিশ্মা কাপুরের বিয়ের দিন ধারণ করা। ভিডিওতে দেখা যায়, করিশ্মা ও তাঁর স্বামী সঞ্জয় কাপুর অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছেন। ঠিক তখনই অক্ষয় খান্না এগিয়ে এসে করিশ্মার হাতে আলতো করে চুম্বন করেন। করিশ্মাও হেসে বন্ধুকে শুভেচ্ছা জানান। বহু বছর আগের এই মুহূর্ত নতুন প্রজন্মের দর্শকদের কাছে এখন নতুন চর্চার বিষয়।
এক সময় গুঞ্জন ছিল—করিশ্মা কাপুর ও অক্ষয় খান্নার সম্পর্ক নিয়ে। বলিউডের করিডরে শোনা যেত, করিশ্মার বাবা রণধীর কাপুরও নাকি এই সম্পর্ককে সমর্থন করেছিলেন এবং এমনকি অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন। তবে করিশ্মার মা ববিতা এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁর মত ছিল—সেই সময় করিশ্মা কেরিয়ারের শীর্ষে, তাই প্রেম-সম্পর্ক নয়, কেরিয়ারে মন দেওয়াই উচিত। মা–মেয়ের আলোচনার পরই নাকি এই সম্পর্ক ভেঙে যায়।
পরবর্তীতে করিশ্মা বাগদান করেন অভিষেক বচ্চনের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। পরে করিশ্মা বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। বহু বছর পর সেই বিয়েও ভেঙে যায়। দুই সন্তানকে একা বড় করেছেন করিশ্মা। চলতি বছর সঞ্জয়ের মৃত্যু হলে তাঁর সম্পত্তির দাবিকে কেন্দ্র করে করিশ্মার সন্তানদের সঙ্গে সঞ্জয়ের বিধবা স্ত্রী পিয়ার আইনি লড়াই শুরু হয়েছে।
প্রথম কমেন্টে
৭ বছরের দাম্পত্য, দু’সন্তানের সুখী পরিবার— রাজ-শুভশ্রীর সম্পর্কের অজানা গল্প
অন্যদিকে অক্ষয় খান্না নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই রাখঢাক করে চলেন। আজও তিনি অবিবাহিত। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—বিয়ে সমাজের চাপ বা পরিবারের চাপে করা উচিত নয়। আগে একজন ভাল পার্টনার পাওয়া জরুরি। তিনি মনে করেন, যখন মনে হবে তিনি সত্যিই প্রস্তুত, তখনই বিয়ের কথা ভাববেন।
প্রথম কমেন্টে
Sonakshi-Jaheer: স্বামীর জন্মদিনে তাকে চুম্বনে ভরিয়ে তুললেন অভিনেত্রী সোনাক্ষী, ভাইরাল ভিডিও
পুরনো ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফের আলোচনায় সেই পুরনো সম্পর্ক ও অক্ষয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। নতুন ছবির সাফল্যের পাশাপাশি তাঁর বিগত প্রেমজীবনও এখন সোশ্যাল মিডিয়ার ‘ট্রেন্ডিং’ বিষয়।
প্রথম কমেন্টে
দুই প্রাক্তন ধরলেন হাত! মোহরের প্রাক্তনকে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী