আর যেন তর সইছে না! বিশেষ দিনের জন্য উদগ্রীব এই বলি নায়িকা

বাচ্চারা যেমন তাদের পছন্দের কোন জিনিসের জন্য অপেক্ষা করতে পারে না, ঠিক তেমনটাই হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের ক্ষেত্রে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই তার জীবনে ঘটতে চলেছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে তার আগের এই দিনগুলি মোটেই স্থির থাকতে পারছেন না অভিনেত্রী। তেমনটাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আগামী ১১ই অক্টোবর মুক্তি পাবে তার আগামী সিনেমা ‘জিগরা।’ ইতিমধ্যে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে সিনেমা মুক্তির অপেক্ষায় ঠিক থাকতে পারছেন না তিনি। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে চঞ্চল শিশুর মতোন এদিক ওদিক করছেন। তাকে বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে।

তার পরনে ছিল একটি কালো রংয়ের করসেট পোশাক। ক্যাপশনে লিখেছেন, ‘১১ই অক্টোবরের জন্য এভাবেই অপেক্ষা করছি।’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি আর স্থির থাকতে পারছেন না। খুব তাড়াতাড়ি যেন ১১ই অক্টোবর চলে আসে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সিনেমার বেশ কয়েকটি পোস্টার শেয়ার করেছেন তিনি।

যেখানে তার লুক দেখে এটাই স্পষ্ট যে বেশ অন্যরকমের একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। তাইতো এই সিনেমার প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়ে গেছে বহু মাত্রায়। তবে শুধু সিনেমাই নয় পরিবারের সাথেও ভালো সময় উপভোগ করছেন তিনি।

এইতো কিছুদিন আগেই একটি ফার্মহাউসে স্বামী রনবীর কাপুরের জন্মদিন পালন করেছেন তিনি। সেদিনও একাধিক ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় রনবীর, আলিয়া এবং তাদের একমাত্র কন্যার রাহা প্রকৃতির অসাধারণ সৌন্দর্য্য উপভোগ করছেন। এক কথায় বলতে গেলে কেরিয়ার, ব্যক্তিগত জীবন বেশ ভালোভাবেই ব্যালেন্স করেছেন অভিনেত্রী।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক