‘কখনো এখানে, কখনো সেখানে!’..দেখুন কী বলতে চাইলেন আলিয়া

কখনো এখানে, কখনো ওখানে! এভাবেই টুকরো টুকরো কয়েক মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। আসলে মা হওয়ার পর তার ঔজ্জ্বল্য যেন বেড়ে গিয়েছে বহুমাত্রায়। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

এছাড়া শরীর সম্পর্কে তিনি ভীষণই সচেতন। তাইতো বেশিরভাগ সময় তাকে শরীরচর্চা করতে দেখা যায়। এছাড়াও ফটোশ্যুট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরা, সবমিলিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কখনো দেখা যাচ্ছে রাজকন্যার মতোন পোশাক পরে বসে রয়েছেন।

আবার কখনও শরীরচর্চার পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন আয়নার সামনে। শুধু তাই নয় আরো বেশ কিছু মিষ্টি মুহূর্ত কাটাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘বিভিন্ন জায়গার কয়েক টুকরো।’ অর্থাৎ গোটা বছর ধরে কাটানো মুহূর্তগুলোকে তুলে ধরেছেন সকলের সামনে।

আসলে সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিজের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেন সকলের সামনে। কখনো বিভিন্ন ফটোশ্যুট আবার কখনো মেয়ের সাথে কাটানো মিষ্টি মুহূর্ত, শুধু তাই নয় স্বামী রনবীর কাপুরের সাথে কাটানো আদুরে মুহূর্তগুলিও ভাগ করেন সকলের সাথে।

সেগুলো যে দর্শকেরা বেশ পছন্দ করেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভাল।’ যেখানে কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে তার দশটি সিনেমার মাধ্যমে। সেখানে কাপুর পরিবারের সকল সদস্যদের দেখা গিয়েছে।