Amazing event! Twin brothers suddenly face each other after 31 years

৩১ বছর পর আশ্চর্যজনকভাবে একে অপরকে ফেরত পেলেন দুই যমজ ভাই! তবে তাদের মধ্যে যে সব বিষয়ে মিল রয়েছে সেটা জেনে অবাক হয়ে গিয়েছেন সকলে। কারণ, তাদের শুধু চেহারারই মিল নেই। মিল রয়েছে নাম-সহ অন্যান্য বেশ কিছু জিনিসেও।

এই আশ্চর্য ঘটনা ঘটেছে আমেরিকায়। ওই দুই যমজ ভাইয়ের নাম জিম ল্যুইস ও জিম স্প্রিংগার। ছোটবেলায় তাদের দুটি ভিন্ন পরিবার থেকে দত্তক নেওয়া হয়েছিল। একে অপরের থেকে প্রায় ৪০ মাইল দূরে থাকতেন এই দু’জন। তবে হঠাৎ করেই একসময় তাদের দেখা হয়ে যায়।

১৯৪০ সালে জন্ম হয়েছিল তাদের। এরপর ৩৯ বছরে এসে দু’জন দু’জনকে খুঁজে পেয়েছেন তারা। আর তাদের মধ্যে মিলের সংখ্যা রয়েছে প্রচুর। দু’জনের চেহারার তো মিল রয়েছেই, সাথে রয়েছে নামের মিলও। দু’জনেরই ল্যারি নামক একটি দত্তক ভাই এবং খেলনা নামের পোষ্য কুকুর রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ নিয়েছেন তারা। এখানেই শেষ নয় দুই জিমই বিয়ে করেছেন দু’বার এবং তাদের স্ত্রীর নামও একই লিন্ডা। দুজনেই অংক ভালোবাসেন এবং ধূমপান করতেন, মাইগ্রেনে ভুগতেন। সবশেষে দু’জনের আবার কাকতালীয়ভাবে দেখাও হয়ে যায়।

যে তথ্য সকলের সামনে উঠে আসতেই রীতিমতো চমকে গিয়েছেন সকলে। কীভাবে দু’জনের মধ্যে এতো মিল থাকে তার নেপথ্যের কাহিনী বুঝতে পারছেন না নেটিজেনরা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা যায়।