বন্ধু পীযূষ পান্ডেকে শেষবারের মতো বিদায় জানালেন অমিতাভ বচ্চন

বিজ্ঞাপনের কিংবদন্তি পীযূষ পান্ডের মৃত্যুতে শোকস্তব্ধ অমিতাভ বচ্চন। ছেলের সঙ্গে এসে শেষ বিদায় জানালেন প্রিয় বন্ধুকে। ভাইরাল সেই মুহূর্ত।

বন্ধু পীযূষ পান্ডের শেষযাত্রায় অমিতাভ-অভিষেকের উপস্থিতি

বিজ্ঞাপনের জগতে এক অনন্য নাম — পীযূষ পান্ডে। ২৪ অক্টোবর চিরবিদায় নেন এই কিংবদন্তি বিজ্ঞাপন নির্মাতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড থেকে শুরু করে বিজ্ঞাপন জগতে। পীযূষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শাহরুখ খান, হংসল মেহতা, বিবেক অগ্নিহোত্রী, স্মৃতি ইরানি, বিবেক ওবেরয়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

তবে পীযূষ পান্ডের মৃত্যুতে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছেন তাঁর বহুদিনের বন্ধু অমিতাভ বচ্চন। ১৯৯০ সালে পোলিও সচেতনতা বিজ্ঞাপনে একসঙ্গে কাজের সূত্রে শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব, যা দীর্ঘ তিন দশক ধরে অটুট ছিল। সেই বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে শনিবার উপস্থিত হন অমিতাভ বচ্চন, সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।

ইলা অরুণ ও পরিবারের আবেগঘন মুহূর্ত

পীযূষ পান্ডের শেষকৃত্যে উপস্থিত ছিলেন আরও অনেকেই—মনোজ পাহওয়া, অশোক পন্ডিত প্রমুখ। অতিথিদের স্বাগত জানাতে দেখা যায় পীযূষের বোন, গায়িকা ও অভিনেত্রী ইলা অরুণকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যায়, ইলা অরুণের মেয়ে ঈশিতা অরুণ অমিতাভের জন্য অপেক্ষা করছেন বাড়ির বাইরে। অমিতাভ ও অভিষেককে দেখা যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে।

খবর
নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে ১২ দিন! দেখে নিন বিস্তারিত তালিকা

অমিতাভের আবেগঘন পোস্ট

বন্ধুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে লিখেছেন,

“একজন ক্রিয়েটিভ জিনিয়াস, কাছের বন্ধু ও পথপ্রদর্শক—আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। দুঃখ প্রকাশ করার ভাষা নেই আমার। আমি স্তব্ধ।”

সঙ্গীত জগতেও শোক

সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন,

“তোমার কথা খুব মনে পড়বে বন্ধু, তোমার চলে যাওয়া বিশ্বাস করতে পারছি না।”
উল্লেখ্য, ১৯৯৪ সালের জনপ্রিয় ক্যাডবেরি বিজ্ঞাপনের জন্য কলম ধরেছিলেন পীযূষ, যার গানে কণ্ঠ দিয়েছিলেন শঙ্কর মহাদেবন।

পীযূষ পান্ডে—এক অনুপ্রেরণা

‘কুছ দিন তো গুজারো গুজরাট মে’ থেকে ‘হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়’—ভারতীয় বিজ্ঞাপনের প্রতিটি সোনালি অধ্যায়ে জড়িয়ে আছে পীযূষ পান্ডের নাম। তাঁর সৃজনশীলতা শুধু ব্র্যান্ড নয়, এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

বন্ধু পীযূষের প্রয়াণে অমিতাভের হৃদয় ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে, যা আজও মনে করিয়ে দেয়—একজন কিংবদন্তির চলে যাওয়া মানে একটি যুগের অবসান।

বিনোদন
Swastika: মায়ের প্রিয় রঙের পোশাক পরে আবেগপ্রবণ স্বস্তিকা! স্মৃতি রোমন্থন করে বিশেষ পোস্ট

#AmitabhBachchan #PiyushPande #AdvertisingLegend #Bollywood #AbhishekBachchan #IlaArun #ViralVideo #IndianAds #Tribute

error: Content is protected !!