মুম্বইয়ের বাসিন্দা হয়েও উত্তরপ্রদেশের ঝাঁসিতে ‘ভোটার’ অমিতাভ বচ্চন! যোগী আদিত্যনাথ সরকারের চলতি এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়ায় এমন চাঞ্চল্যকর ত্রুটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। ঝাঁসির কাচিয়ানা এলাকার সদ্য প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে— বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এবং তাঁর বাবা, বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের নাম জ্বলজ্বল করছে বহুদিন ধরেই। শুধু তাই নয়, ২০০৩ সাল থেকেই তাঁরা নাকি এই কেন্দ্রের ভোটার!
ঝাঁসির ইআরও (Electoral Registration Officer)-র প্রকাশ করা ওই তালিকা অনুযায়ী, ওর্চা গেট সংলগ্ন এলাকার ৫৪ নম্বর বাড়ির বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে অমিতাভ বচ্চনকে। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে আরও বড় রহস্যের মুখোমুখি হন স্থানীয় বিএলওরা। কারণ তালিকায় উল্লেখ করা ওই স্থানে কোনও বাড়ি নেই— বরং রয়েছে একটি মন্দির! ফলে প্রশ্ন উঠছে, কীভাবে বাস্তবে অস্তিত্বহীন বাড়িকে ঠিকানা দেখিয়ে বচ্চন পরিবারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হল?
উল্লেখ্য, ফি বছর মুম্বইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন অমিতাভ বচ্চন। ফলে ঝাঁসির ভোটার তালিকায় তাঁর উপস্থিতি আরও সন্দেহজনক। স্থানীয় বিএলওরাও হতভম্ব— তাঁদের বক্তব্য, এতদিন কেউ কখনও এই বিষয়ে অভিযোগ করেননি, আর এখন হঠাৎই ভোটার তালিকায় এই ‘অদ্ভুতুড়ে’ নাম উঠে আসায় তাঁরা বিস্মিত।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও তথ্য। কাচিয়ানা এলাকার মানুষ দাবি করেছেন— তাঁরা কখনও কোনওদিন অমিতাভ বচ্চনকে তাঁদের পাড়ায় দেখেননি। এমনকি কোনও আত্মীয়রও বাড়ি নেই ওই এলাকায়। তাঁদের মধ্যে তীব্র ক্ষোভ— সাধারণ মানুষের ভোটার তালিকায় নাম তুলতে নানান নথি, যাচাই, বারবার অফিসে দৌড়ঝাঁপের পরেও ভুলভ্রান্তির শেষ নেই। সেখানে মুম্বইয়ের বাসিন্দা হয়েও কীভাবে বচ্চন পরিবার উত্তরপ্রদেশের ভোটার তালিকায় জায়গা পেলেন— এই প্রশ্ন তুলেছেন তাঁরা।
আরও পড়ুন
Tumi ke: টলিউডে প্রথম ট্যাঙ্গো নাচ ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর ‘তুমি কে’ গানে! মুগ্ধ দর্শক
এই ঘটনার পর ঝাঁসিজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের ত্রুটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন— ভোটার তালিকা প্রক্রিয়ায় এমন বড়সড় ভুল কীভাবে সম্ভব? রাজনৈতিক সুবিধা বা গাফিলতি— কোনটি এই ঘটনার নেপথ্যে?
सोशल मीडिया पर 2003 की मतदाता सूची की भ्रामक कॉपी प्रसारित की जा रही है 2003 की मतदाता सूची जो अधिकृत वेबसाइट https://t.co/hvJtR9e8It पर अपलोड है उसमें भाग संख्या एक की मतदाता सूची में मतदाता का नाम अमिताभ पुत्र हरिवंश राय उम्र 76 वर्ष दर्ज है l प्रसारित सूचना पूर्णता भ्रामक हैl https://t.co/NMruFcdUH8 pic.twitter.com/ScAVpnQuU4
— ERO 223-JHANSI NAGAR (@erojhansinagar) December 4, 2025
আরও পড়ুন
শ্বশুরবাড়িতে নতুন জীবনে মৌবনী, প্রথমদিনেই রান্নাঘরে; হানিমুনে কোথায় যাচ্ছেন? ফাঁস করলেন নিজেই
এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসন এই চাঞ্চল্যকর গরমিলের তদন্ত করে কী সিদ্ধান্ত নেয়। তবে আপাতত ঝাঁসির ‘অমিতাভ বচ্চন ইস্যু’ আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন
ভূতেদের ট্যাঙ্গো-পার্টি! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ গান তৈরির অজানা কাহিনি