দেবকে বাদ দিয়ে এবার ‘পরাণ যায় জ্বলিয়া রে’তে মঞ্চ কাঁপালেন অনির্বাণ! দেখুন ভিডিও

এবার দেবের ‘পরাণ যায় জ্বলিয়া রে’ গানে পঞ্চ মাতালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য! যোগ দিলেন অভিনেত্রী সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি। যে ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন ধরেই চলছে ‘রঘু ডাকাত’র বেঙ্গল ট্যুর। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সিনেমার প্রচার চালাচ্ছেন কলাকুশলীরা।

সম্প্রতি তারা পুরুলিয়া হয়ে পৌঁছেছিলেন দুর্গাপুরে। সেখানেই তাদের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন মঞ্চে উঠে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ গানে নাচতে দেখা যায় সমস্ত কলাকুশলীদের। দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে সেই নাচ ফুটিয়ে তুলেছেন অনির্বাণ।

আরও পড়ুন,
পুজোর আগে ‘সৌরাজ্ঞ’কে জনসমক্ষে আনলেন সৌরভ গাঙ্গুলী! শুরু হলো জীবনের নতুন ইনিংস

আর তাতেই যোগ দিয়েছেন সোহিনী, ইধিকা এবং ওম। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা অনির্বাণ যেখানেই থাকেন সকলকে ছাপিয়ে যান। এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে ভক্তদের।

আরও পড়ুন,
পুরুলিয়ায় ছবি প্রচারে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে মেঝেতে বসেই খুনসুটি ‘রঘু’র, আদিবাসী বাজনার তালে তালে নাচলেন মেগাস্টার দেব, ভাইরাল ভিডিও

উল্লেখযোগ্য, পুরুলিয়া গিয়ে তারা সেখানকার জনপ্রিয় ছৌ নাচ উপভোগ করেছেন। যে ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানেই তারা প্রচারে গিয়েছেন সেখানকার স্থানীয় মানুষদের সাথে আন্তরিকভাবে মিশেছেন। সাধারণ মানুষের মতোই কথা বলেছেন সকলের সাথে।

উল্লেখ্য, এই বেঙ্গল ট্যুরের সূত্রপাত হয়েছিল মালদার মাধ্যমে। হাওড়া থেকে মালদা পৌঁছেছিলেন পরিচালক ধ্রুব ব্যানার্জি-সহ দেব, অনির্বাণ এবং অন্যান্যরা। ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ অংশে প্রচার শেষ করেছেন তারা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত ‘রঘু ডাকাত’। এবার সিনেমাটিকে কতটা ভালোবাসা দেন দর্শকেরা তা একমাত্র সময়ই বলবে।

error: Content is protected !!