বিশেষ কারণে বর্ধমান ও দুর্গাপুরে ‘রক্তবীজ ২’এর প্রচারে যেতে পারবেন না অঙ্কুশ হাজরা এবং তার টিম! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সকলকে অবগত করে দিলেন অভিনেতা নিজেই। মুক্তি পাওয়ার আগে বর্ধমান ও দুর্গাপুরে এসে প্রচার করার কথা ছিল এই সিনেমার। তবে এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা।
ভিডিওতে তিনি বলেন, ‘তোমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তাজনিত কারণে আমরা দুর্গাপুর ও বর্ধমানে রক্তবীজ প্রচারের দিন পাল্টাচ্ছি। নতুন তারিখ তোমাদের শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আমরা রক্তবীজের ফুল ডিম নিয়ে কবে আসছি।’
‘তবে আমরা যাবো অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ রক্তবীজকে এতো এতো ভালোবাসা দেওয়ার জন্য। প্রি-টিজার, টিজার এবার ট্রেলার আসছে খুব শীঘ্রই। অনেক অনেক ধন্যবাদ এতো ভালোবাসা ও সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই একুশে সেপ্টেম্বর সিনেমা হলে।’
কয়েকদিন ধরে এই সিনেমার প্রচার শুরু হয়েছে। সিনেমার কলাকুশলী-সহ নির্মাতারা বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমাটির প্রচার চালাচ্ছেন। সাথে নাচে-গানে মাতিয়ে তুলেছেন তারা সকলে। আগামী ২১ তারিখ মুক্তি পাওয়ার আগে গোটা টিম বর্ধমান এবং দুর্গাপুরে আসতে চলেছে।
উল্লেখযোগ্য, এই ক্রাইম-থ্রিলার সিনেমায় একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, আবীর চ্যাটার্জীকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, কাঞ্চন মল্লিক, কৌশানী মুখার্জী প্রমুখ।