তারও ভৌতিক অভিজ্ঞতা হয়েছে! মৃত্যুর পরের রহস্যময় জীবন নিয়ে আসতে চলেছে অঙ্কুশ হাজরার নতুন সিনেমা ‘চন্দ্রবিন্দু’। তার ঠিক আগেই তিনি নিজের ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে জানালেন একটি সাক্ষাৎকারে। আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে মৃত্যুর পরে ঠিক কী কী হতে চলেছে সকলের সাথে?
এই নিয়ে চলেছে একাধিক গবেষণা। তবে এখনো পর্যন্ত কোনো বিশ্বস্ত তথ্য পাওয়া যায়নি। এমনকি এইসব রহস্য নিয়ে একাধিক সিনেমাও তৈরি হয়েছে। সেরকমই একটি সিনেমা আসতে চলেছে আগামী ২৩শে মে, যার নাম ‘চন্দ্রবিন্দু’। সেখানে অভিনয় করেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, সাহেব-সহ প্রমুখ তারকারা।
এই সিনেমায় দেখানো হবে অঙ্কুশের বাবা-মায়ের মৃত্যুর পরবর্তী জীবনকে। তারা তাদের ছেলেকে দেখতে পান, কিন্তু অঙ্কুশ তাদের দেখতে পান না। তারই এক বন্ধুর মাধ্যমে ছেলেকে বার্তা পাঠান ওই জুটি। অন্যদিকে ঐন্দ্রিলার স্বামীও মারা যাওয়ার পর ওই একই জায়গায় স্থান পায়।
আপাতত সিনেমার ট্রেলার থেকে এমন সব তথ্যই উঠে। এসেছে অন্যদিকে এই নিয়ে একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল অঙ্কুশকে। যেখানে প্রথমে তাকে জিজ্ঞেস করা হয় তিনি ভূতে বিশ্বাস করেন কিনা। যার উত্তরে তিনি বলেন তিনি ভূতে বিশ্বাস করেন। কারণ, এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছেন তিনি।
তার মধ্যে একটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের এক সময় একটি জায়গায় শ্যুট চলছিল। আমি আর আমার সহ-অভিনেত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো সৈনিকের মতোন একটি ছায়ামূর্তি ধোঁয়াটে হয়ে চলে গেল। পরে আমি গুগল সার্চ করে দেখি ওই জায়গা ভারতের অন্যতম ভৌতিক স্থান।’