Ankush: ভাতৃদ্বিতীয়ায় দাদা ও মামা হিসেবে কী কী দায়িত্ব পালন করলেন অঙ্কুশ? জানালেন এই পোস্টে

Ankush: গতকাল ছিল ভাতৃদ্বিতীয়া, সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই ভাইবোনের সম্পর্ককে আরো দৃঢ় করতে এই দিনটি উদযাপন করেছেন। সেরকমটাই হয়েছে অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও। যতই তিনি টলিউডের সুপারস্টার হোন না কেন বাড়ির মানুষের কাছে কিন্তু সেই সাধারণ অঙ্কুশই রয়ে গিয়েছেন।

তাইতো পরিবারের সকল সদস্যদের প্রতি দায়িত্ব পালন করছেন নিষ্ঠা সহকারে। এদিন কেমনভাবে কাটলো অভিনেতার? সম্প্রতি তাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন এই দিনটি কেমনভাবে কাটলো অভিনেতার।

ছবিতে দেখা যাচ্ছে ভাগ্নির মুখে ভাত তুলে দিচ্ছেন তিনি অর্থাৎ এদিন ছিল বোনের মেয়ের মুখেভাত। এছাড়াও অন্যান্য ছবিগুলোতে দেখা যায় ফোঁটা নিচ্ছেন বোনদের কাছ থেকে। সবমিলিয়ে বলতে গেলে আর পাঁচটা মানুষের মতোই ভাতৃদ্বিতীয়া পালন করেছেন অভিনেতা।

ক্যাপশনে লিখেছেন, ‘মামা থেকে দাদা। বোনঝির মুখে ভাত থেকে বোনদের আশীর্বাদ। সব দায়িত্ব পালন করা আমি। গতকাল এইভাবেই কাটলো। কিন্তু আমার দিদিরা যাদের ফোঁটা দেওয়ার পর আমি প্রণাম করতাম তারা সবাই বিদেশে তাই তাদের খুব খুব মিস করলাম।’

ছবিগুলো দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। আসলে তিনি ভীষণই মজাদার স্বভাবের মানুষ। তাইতো তাকে প্রত্যেকেই ভালোবাসেন। সকলের সাথে খুনসুটিতে মেতে ওঠেন সবসময়। এই বিষয়টি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। সহ-অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সকলের সাথেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

#Ankush #Bhaifota

error: Content is protected !!