সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিরাট ও অনুষ্কার প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে দেখা করার ভিডিও। বৃন্দাবনে তারকা দম্পতি গিয়েছিলেন মহারাজের আশ্রমে। সেখান থেকে মুম্বাই ফিরে এসেছেন তারা। এবার মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়াতে ধরা দিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে। তারকা দম্পতিকে একসঙ্গে দেখে সকলেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে হাজির।
এদিন বিরাটকে দেখা গিয়েছে কালো প্যান্ট ও কালো টিশার্টে। অপরদিকে অনুষ্কার পরনে ছিল কালো শর্ট, নীল শার্ট ও সাদা টিশার্ট। চুল ছাড়া অবস্থায় অনুষ্কার চোখে ছিল রোদচশমা। অপরদিকে মাথায় টুপি পরনে ও চোখে সানগ্লাস বিরাটের। যদিও গোপনীয়তা বজায় রেখে চলেন বিরাট ও অনুষ্কা। তাদের দুই সন্তান অকায় ও ভামিকার ছবি সংবাদমাধ্যমকে না তোলার অনুরোধ করেন তারা।
এছাড়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের সন্তানের মুখের ছবি শেয়ার করেননি তারা৷ প্রচারের আলো থেকে সন্তানদের দূরে রাখতে চান তারা। দিতে চান সাধারণ একটি জীবন। তবে এদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হালকা মেজাজে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। ভক্তদের উদ্দেশ্যে তাদেরকে হাত নাড়তে দেখা যায়। অস্ট্রেলিয়া সিরিজের পর দেশে ফিরে এসেছেন বিরাট।
এরপরই ছেলে, মেয়ে ও স্ত্রী-কে নিয়ে বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে যান বিরাট৷ দু’জনে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেন। তারকা দম্পতি প্রশ্ন করেন। তাদের আশীর্বাদ দিতে দেখা যায় মহারাজকে। বিরাট ও অনুষ্কার ভক্তির প্রশংসা করেন তিনি। এর আগেও যদিও একাধিকবার তীর্থ দর্শনে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা।
এদিন মহারাজ শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি বলেন, “বিরাট কোহলি পুরো ভারতকে আনন্দ দেয়। যদি ও বিজয়ী হয়, পুরো ভারত উৎসব পালন করে। ওর সঙ্গে পুরো ভারত জুড়ে আছে। ঈশ্বর ওকে খেলার মাধ্যমে ‘সেবা’ করার দায়িত্ব দিয়েছে।”
আরও পড়ুন,
*দীর্ঘ সাড়ে সাত বছর ধরে ঠিক করে ঘুমোন না সোনাক্ষী! চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহির