Aparajita: প্রতিবারের মতোন এবারেও মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কারণ, তার মধ্যেও মা লক্ষ্মীর স্নিগ্ধতা রয়েছে। বরাবর প্রাণখোলা স্বভাবের এই অভিনেত্রী, সকলকে নিয়ে হেসেখেলে বাঁচতে পছন্দ করেন তিনি।
নিজের সন্তান না থাকলেও এমন অনেকে রয়েছেন যাদের তিনি নিজের সন্তানের মতোন স্নেহ করেন। প্রত্যেক পুজো বা অনুষ্ঠানে সকলকে নিয়ে হৈ হৈ করে আনন্দ করতে পছন্দ করেন তিনি। তাদের বাড়ির সবথেকে বড়ো পুজো হলো কোজাগরী লক্ষ্মীপুজো। প্রত্যেক বছর ভীষণই আড়ম্বরের সাথে তা করে আসছেন তিনি।
এবারেও তার অন্যথা হয়নি। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় লাল-সাদা আটপৌড়ে শাড়ি পরে রয়েছেন তিনি। হাতভর্তি শাঁখা-পলা, চুড়ি আর গা ভর্তি সোনার গয়না। তাকেও একেবারে মা লক্ষ্মীর মতোনই লাগছিল দেখতে। নিজের হাতে সমস্ত কিছু করেছেন অভিনেত্রী।
মায়ের সাজ থেকে শুরু করে তার জন্য নাড়ু তৈরি করা সব কিছুই নিষ্ঠার সাথে পালন করেছেন তিনি। প্রত্যেক বছরই তিনি এই সমস্ত কাজ করে আসছেন। সাথে নিজের ফটোশ্যুট করতেও ভোলেননি। ফটোগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘লক্ষ্মী থাকুক অন্তর জুড়ে, লক্ষ্মী থাকুক চেতনায়, আঁধার শেষে লক্ষ্মী আলো, লক্ষ্মী কর্মে, ভাবনায়।’
যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, সিনেমায় কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও সমানতালে কাজ করে চলেছেন। একইসাথে তার নাচের প্রতি ভীষণই আকর্ষণ রয়েছে। সেসব ভিডিও আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।