৮০তম জন্মদিনে অপর্ণা সেনের সঙ্গে একফ্রেমে দেখা গেল দুই মেয়ে কঙ্কনা ও কমলিনীকে। শোবিজ থেকে দূরে থেকেও মায়ের জন্মদিনে আলোচনায় ‘ডোনা’।
টলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের ৮০তম জন্মদিনে মিলল বিরল দৃশ্য। মায়ের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন তাঁর দুই মেয়ে—কঙ্কনা সেন শর্মা ও বড় মেয়ে কমলিনী চট্টোপাধ্যায়।
গত ২৬ অক্টোবর ধুমধাম করে পালন করা হয় অপর্ণা সেনের জন্মদিন। উপস্থিত ছিলেন শাবানা আজমি, মুনমুন সেন, অঞ্জন দত্তসহ টলিউডের বহু তারকা। তবে সবার নজর কেড়ে নিলেন অপর্ণার বড় মেয়ে কমলিনী, যিনি পরিবারের কাছে ‘ডোনা’ নামে পরিচিত।
দীর্ঘদিন ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন কমলিনী। শোবিজের জগৎ থেকে দূরে, সংসার আর সন্তান সামলাতেই ব্যস্ত তিনি। মায়ের জন্মদিনে সাদা স্লিভলেস টপ ও প্যান্টে দেখা গেল তাঁকে। অঞ্জন দত্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তিন প্রজন্মের সেই বিশেষ মুহূর্ত ভাগ করে নেন।
‘মা এবং তাঁর দুই মেয়ে আমার চেয়ে বেশি ভালোবাসে লিওনার্দ কোহেনকে,’—ক্যাপশনে লিখেছেন অঞ্জন। অন্যদিকে, অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীর শেয়ার করা ছবিতেও দেখা মিলেছে কমলিনীর।
সুমন ঘোষ পরিচালিত ডকুমেন্ট্রি ‘পরমা… এ জার্নি উইথ অপর্ণা সেন’-এ প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছিলেন কমলিনী। বর্তমানে তিনি ওহাইও-তে স্থায়ীভাবে বসবাস করছেন।
অপর্ণা সেন নিজেই জানিয়েছেন, ‘‘মেয়েগুলো খুব সুন্দর মানুষ হয়ে উঠেছে। ডোনা গৃহিণী হতে চেয়েছিল, আমি ওকে নিয়ে গর্বিত।’’
৮০ বছর বয়সেও প্রাণচঞ্চল অপর্ণা সেন যেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা। আর তাঁর দুই মেয়ে—কঙ্কনা ও কমলিনী—প্রমাণ করে দিলেন, প্রতিটি সম্পর্কেই আছে শিল্প আর ভালোবাসার গভীর বন্ধন।
বিনোদন
‘মা হব না’ মন্তব্যে কড়া জবাব সোহিনীর, জানালেন আসল সত্য
#AparnaSen #KonkonaSenSharma #KamaliniChatterjee #Tollywood #BengaliCinema #BirthdayCelebration #AparnaSenFamily #HTBangla #IndianCinema #CelebrityNews

