গাড়িতে করে দূরে কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে,তবে যদি সাথে কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাকে সামলানো টাও কিন্ত খুব মুশকিল। অনেকক্ষণ গাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে বিরক্ত হয়ে যায়। বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলে এই টিপসগুলো মাথায় রাখলে অসুবিধা হবে না। জেনে নিন সেগুলো কি কি,?
১. বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে করে কিছু এমন খাবার নিয়ে যান যেগুলি তার খুব পছন্দের। এরপর সে যখন বিরক্ত করবে কিংবা কান্নাকাটি করবে তখন সেই খাবার তার হাতে দিলে সে চুপ হয়ে যাবে।
২. গাড়িতে করে কোথাও বেড়াতে গেলে একটানা গাড়ির ভেতরে না থেকে মাঝেমধ্যে একটা করে ছোট্ট বিরতি নিয়ে বাচ্চাটিকে গাড়ি থেকে বাইরে বের করে খোলা হওয়ার মধ্যে রাখুন এতে তার শরীর মন দুই ভালো লাগবে।
৩. বাচ্চাকে নিয়ে ভর দুপুরে না বেরিয়ে একটু ভরে ভরে বেরিয়ে পড়বেন তাহলে ভিড়ের মুখে পড়তে হবে না, ফলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। আর তাড়াতাড়ি পৌঁছে গেলে বাচ্চাটিও বিরক্ত করবে না।
৪. ছোট বাচ্চাকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়ার সময় সব সময় তার পছন্দের জানলা ও বই নিয়ে নিতে পারেন এতে সে ঘ্যানঘ্যান করলে তাকে সেটা দিয়ে থামিয়ে রাখা যাবে।
৫. শুধুমাত্র খেলনা বা খাবার দিয়েই সব সময় বাচ্চাদের চুপ করানো যায় না, তাই আপনি নিজেও তার সাথে খেলা করুন, গল্প বলুন, গান শোনান ও জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখিয়ে তার সাথে কথা বলুন, তাহলে সে বিরক্ত কম করবে।