নতুন আইফোন ১৭ সিরিজের সাফল্যে বাজারমূল্য ৪ লক্ষ কোটি ডলারে পৌঁছোল অ্যাপ্ল। উৎপাদনে ভারতের ভূমিকা বেড়েছে, যুক্তরাষ্ট্রে রফতানিতে ছাপিয়ে দিল চিনকে।
নতুন মাইলফলক স্পর্শ করল মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল। চার লক্ষ কোটি ডলারের বাজারমূল্যে পৌঁছে গেল আইফোন নির্মাতা সংস্থা। উৎসবের মরসুমে আইফোন ১৭ সিরিজ়-সহ একাধিক ডিভাইস বাজারে আনার পর বিক্রিতে উল্লম্ফন ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
মার্কিন শেয়ার বাজারে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে অ্যাপ্লের স্টক দাম ২৬৯.২ ডলারে পৌঁছেছে। অক্টোবরের শেষে সংস্থার লাভ ১৩ শতাংশেরও বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকা ও চিনে নতুন ডিভাইসগুলির জনপ্রিয়তাই এই সাফল্যের প্রধান কারণ।
যদিও শুল্কযুদ্ধের আশঙ্কায় ব্যবসা ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে তার উল্টোটাই হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, হালকা ও মেদহীন ডিজাইনের কারণে ‘আইফোন এয়ার’ দুই বাজারেই বিপুল সাড়া ফেলেছে। ১৬ সিরিজের তুলনায় ১৭ সিরিজের বিক্রি বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
এই সাফল্যের পেছনে ভারতের অবদানও চোখে পড়ার মতো। বর্তমানে ফক্সকন ও টাটা গোষ্ঠীর পেগাট্রন ইউনিট ভারতে আইফোনের ব্যাপক অ্যাসেম্বলিং করছে। এখানকার তৈরি ফোনের সিংহভাগ রফতানি হচ্ছে ইউরোপ ও আমেরিকায়। ধীরে ধীরে এই কারখানাগুলি অ্যাসেম্বলিং থেকে সম্পূর্ণ উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে।
এপ্রিল মাসে বেঙ্গালুরুর নতুন ইউনিটে ট্রায়াল রান শুরু করেছে ফক্সকনের সহযোগী সংস্থা হোন হাই। উৎপাদন ক্ষমতার নিরিখে এটি এখন দেশের সবচেয়ে বড় আইফোন কারখানা। টাটা ইলেকট্রনিক্স, উইস্ট্রন এবং পেগাট্রনের মতো সংস্থাগুলি যুক্ত রয়েছে এই প্রকল্পে।
বিশেষজ্ঞদের মতে, অ্যাপ্লের এই সাফল্য শুধু প্রযুক্তির নয়, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার এক নতুন যুগের সূচনা।
প্রযুক্তি
REIL: রিলায়েন্স-ফেসবুকের যৌথ উদ্যোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে AI প্রযুক্তিতে
#Apple #iPhone17 #Foxconn #TataElectronics #TechNews #IndiaManufacturing #MarketCap #AppleStock #Technology #BusinessNews
