‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি বড় পর্দায় যেমন সাফল্য এনে দিয়েছিল তেমনই দীর্ঘদিন মানুষের মনে দাগ কেটে গিয়েছিল। এই ছবি মানুষ সহজে ভুলতে পারে না৷ এই ছবিতে ভারতীয় এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন সালমান খান এবং এক পাকিস্তানি কিশোরীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় হর্ষালি মালহোত্রাকে। এই ছবিতে তার নাম ছিল ‘মুন্নি’। তার আসল নামের জায়গায় মুন্নি নামেই বেশিরভাগ মানুষ চেনেন।
অনেকেরই হয়তে মনে আছে মুন্নির কথা। ছোটো বাচ্চা একটি মেয়ের মিষ্টি মুখকে মনে রেখেছেন সবাই। হর্ষালির দুর্দান্ত অভিনয় সত্তা দিয়ে সে সকলের মন জয় করে নিয়েছে। দেখতে দেখতে সে এখন বেশ বড় হয়ে গিয়েছে। সম্প্রতি ঈয় উল ফিতরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করল সে।
সেই ভিডিওতে তাকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে। মিষ্টি সাজে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার পরনে কালো রঙের আনারকলি ও কানে দুল, মাথায় টিকলি ও হাতে চুড়ি পরে মিষ্টি হেসে আদাব জানান হর্ষালি। আর তার সেই মিষ্টি হাসি দেখে মুগ্ধ নেট দুনিয়ার মানুষ।
হর্ষালি ভিডিও পোস্ট করে লেখেন, “চাঁদ নজর আয়া?” এর পাশাপাশি ভিডিওতে ‘সাওয়ারিয়া’ ছবির একটি জনপ্রিয় গান ‘চাঁদ আয়া, চাঁদ নজর আয়া’ গানটি বাজছে। আর সেই কমেন্ট বক্সে একাধিক মানুষ নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ঈদ মুবারক।”
আবার কেউ মন্তব্য করেছেন, “হ্যাঁ, আপনাকে দেখে নিলাম তো। আপনাকেই চাঁদের মতো লাগছে।” তবে অনেকেই অবাক হয়েছেন হর্ষালির পরিবর্তনে। তিনি যে আর ছোট্ট নেই তা দেখে অনেকেই অবাক ও মুগ্ধ।
আরও পড়ুন,
*রাতে ঘুম আসছে না শ্রীময়ীর , এই কাজ করছেন কাঞ্চন, ভিডিও ফাঁস
*ভাগ্য খুলতে বাকি মাত্র ১৮দিন, বছরভর টাকা গুনে শেষ করতে পারবে না ৩ রাশি