Arbaaz Khan: ফের ৫৮ বছরে বাবা হলেন বলিউড অভিনেতা আরবাজ খান। বিয়ের বছর ঘুরতে বা ঘুরতেই সুখবর দিলেন অভিনেতা। ২০২৩ সালে আরবাজ খান বিয়ে করেন রূপটান শিল্পী সুরা খানকে। এরপর বিয়ের এক বছর কেটে গিয়েছে। অবশেষে সন্তান জন্ম দিলেন তারা। যদিও আরবাজ খান এর আগে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় মডেল মালাইকা অরোরাকে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
যদিও ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা অরোরা ও আরবাজ খান(Arbaaz Khan)। তাদের একটি ২৩ বছরের ছেলে রয়েছে। এরপর দীর্ঘদিন একাই ছিলেন আরবাজ খান। অবশেষে ২০২৩ সালে সুরা খানের সঙ্গে পরিচয় হয় তার। আর তারপরই ফের সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের এক বছর যেতে না যেতেই কন্যা সন্তানের জন্ম দিলেন তারা।
জানা যাচ্ছে, ২০২২ সালে শ্যুটিং সেটে গিয়ে পরিচয় হয় সুরা খানের সঙ্গে। যদিও সেইসময় অল্পস্বল্প কথাবার্তা চলতো। অবশেষে সেই সম্পর্ক ধীরে ধীরে পরিণতি পায়। প্রায় দুই বছর প্রেমের পর অবশেষে বিয়ে করেন তারা। যদিও বিয়ের আগে সবকিছুই গোপন রেখেছিলেন আরবাজ খান। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সকলের সামনে তিনি তার স্ত্রী সুরা খানকে নিয়ে আসেন।
আরও পড়ুন,
Kanchan-Sreemoyee: ‘পুরনো চাল ভাতে বাড়ে’..স্ত্রীকে নিয়ে একী জানালেন কাঞ্চন? জানুন
বিয়ের এক বছর কাটতে না কাটতেই কন্যা সন্তানের জন্ম দিলেন সুরা খান। চলতি বছরের জুন মাসে শোনা গিয়েছিল মা হতে চলেছেন সুরা খান। যদিও আরবাজের সঙ্গে সুরার বয়সের পার্থক্য অনেকটাই বেশি। তবে তা নিয়ে তাদের বিয়ের আগে অনেক আলোচনা হয়। অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একে অপরের প্রতি ভরসা ও বিশ্বাসের জোরে বয়সের পার্থক্য তাদের বিয়ের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
আরও পড়ুন,
Sohini: জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সোহিনী! ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী