শুরু হয়েছে তার ২০২৪-২৫ সালের ইন্ডিয়া ট্যুর, যার প্রথম শো করতে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। তারই কয়েক ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমরা কার সম্পর্কে কথা বলছি। তিনি আর কেউ নন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। তার খ্যাতি বর্তমানে বিশ্বজোড়া। সিনেমায় গান গাওয়ার পাশাপাশি বছরের নির্দিষ্ট সময় তিনি দেশ-বিদেশে ট্যুর করে থাকেন। ভারতের বিভিন্ন বড় বড় শহরে গিয়ে কনসার্ট এবং বিদেশেও কনসার্ট করতে দেখা যায় এই খ্যাতনামা শিল্পীকে।
সেরকমই তিনি ট্যুর করতে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। সেখানে গিয়ে তিনি কী কী করেছেন তারই কয়েক ঝলক নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় কখনো পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন কখনো চায়ের কাপ হাতে ধরে আছেন আবার কখনো গিটার হাতে প্র্যাকটিস করছেন।
শুধু তাই নয় আবার কখনও স্টেজে গিয়েও প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তাকে। এই কনসার্টের সমস্ত প্রস্তুতি তিনি তুলে ধরেছেন এই ভিডিওটিতে। কীভাবে স্টেজে সবকিছু তৈরি হচ্ছে কীভাবে সমস্ত মিউজিশিয়ানরা কনসার্টের জন্য তৈরি হচ্ছেন সবকিছুই তুলে ধরেছেন ভিডিওতে।
গত ৩০শে নভেম্বর ব্যাঙ্গালোরে এই কনসার্ট হয়েছে। জানা গিয়েছে এর পরবর্তী কনসার্ট রয়েছে হায়দ্রাবাদে, যেটা সম্পন্ন হবে আগামী ৭ ই ডিসেম্বর। শো’এর বিভিন্ন ছবি পোস্ট করে সকলের ভালোবাসা এবং সাপোর্ট চেয়েছেন অরিজিৎ।