৯১ বছর বয়সে ‘তউবা তউবা’র হুকস্টেপে তাক লাগালেন আশা ভোঁসলে! দেখুন ভিডিও

তার বয়স ৯১ বছর, কিন্তু এখনো উদ্যমের দিক দিয়ে তিনি হার মানাতে পারেন কমবয়সী যুবতীদের। সম্প্রতি তারই অসাধারণ উদ্যমের দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই বুঝে গিয়েছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে। আজ আমরা কথা বলছি কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলের সম্পর্কে।

যে বয়সে মানুষ গান গাওয়ার কথা কল্পনাও করতে পারে না সে বয়সে রীতিমতো কনসার্ট করে বেড়াচ্ছেন তিনি। সেরকমই একটি কনসার্টে জনপ্রিয় গান ‘তউবা তউবা’ গাইতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয় তার পাশাপাশি সেই গানের কয়েকটি স্টেপও করে দেখিয়েছেন।

যে ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা যেন চোখ সরাতে পারছেন না এই দৃশ্য দেখে। সোশ্যাল মিডিয়ায় ‘তউবা তউবা’ গানের কী পরিমাণ জনপ্রিয়তা ছিল তা আমরা সকলেই জানি। এমন কোনো মানুষ নেই যারা এই গানের হুক স্টেপ করে ভিডিও তৈরি করেননি।

সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই এই গানের হুক স্টেপ করে সোশ্যাল মিডিয়ায় সেগুলি পোস্ট করেছেন। আরে এবার সেই গান গেয়ে, নেচে সবাইকে তাক লাগালেন আশাজি। মূলত একটি কনসার্টে গাইতে দেখা গিয়েছে তাকে। সেখানেই হঠাৎ করে ‘তউবা তউবা’ গান শুরু করেন তিনি।

শুধু গান গেয়েই থেমে থাকেননি এরপর সেই গানের কয়েকটি স্টেপও করে দেখান। যা দেখার পর উপস্থিত দর্শকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। উল্লেখযোগ্য, আশা ভোঁসলে কয়েক দশক ধরে তার গানের মাধ্যমে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। যার দ্বারা তার ঝুলিতে এসেছে দাদাসাহেব ফালকে, ফিল্মফেয়ার, পদ্মবিভূষণ থেকে শুরু করে একাধিক পুরস্কার।