অসমের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের রহস্যময় মৃত্যুর তদন্তে এবার গতি আনতে বড় পদক্ষেপ নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, অতিরিক্ত মহাপরিদর্শক (ADGP) মুন্না প্রসাদ গুপ্তের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরে রওনা দেবে।
তদন্ত দলটি সেখানে স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করে জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত প্রমাণ সংগ্রহ ও সমন্বয় করবে। মুখ্যমন্ত্রী জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সহায়তায় এই আন্তর্জাতিক তদন্ত সহযোগিতা কার্যকরভাবে সম্পন্ন করা হচ্ছে।
গুয়াহাটির কাছে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, জুবিন গর্গের স্মৃতিতে গুয়াহাটির সোনাপুরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত বিভাগকে (PWD)।
এ জন্য গঠিত হয়েছে একটি বিশেষ কমিটি, যেখানে রয়েছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ, এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পালমী বোরঠাকুর, শ্যামন্তক গৌতম, পারথি সারথি মহন্ত, বীরেন সিংহ, অনুরাধা শর্মা পূজারি, প্রাঞ্জল সাইকিয়া, পুলক বন্দ্যোপাধ্যায়, দুলাল মানকি, তারালি সরমা ও সুদর্শন ঠাকুর।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এটি শুধু জুবিনের স্মৃতির জন্য নয়, বরং সেই সব মানুষদের শ্রদ্ধা জানানোর প্রতীক, যারা তাঁকে হৃদয়ে ধারণ করেছেন।”
দ্রুত রায়ের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত ও বিশেষ প্রসিকিউটর
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হবে এবং একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে।
সরকারের আশা, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি প্রতিদিন শুনানির আবেদন জানানো হবে, যাতে দ্রুত রায় নিশ্চিত করা যায়।
বিক্ষোভে উত্তাল বাকসা, ইন্টারনেট বন্ধ
জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়েছে অসম। বুধবার বাকসা জেলায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যখন পাঁচ অভিযুক্তকে নবনির্মিত সংশোধনাগারে স্থানান্তর করা হয়।
সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন এবং দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বাকসা জেলার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাঁচ অভিযুক্ত রইলেন জুডিশিয়াল কাস্টডিতে
বুধবার কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF)-এর প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, পুলিশ অফিসার ও খুড়তুতো ভাই সন্দীপন গর্গ, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নন্দেশ্বর বোরা, এবং প্রবীণ বৈশ্যকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হবে।
আদালত নিরাপত্তার স্বার্থে নির্দেশ দেয়, তাদের এমন একটি জেলে রাখা হোক যেখানে বন্দির সংখ্যা কম। সেই কারণেই পাঁচজনকে স্থানান্তর করা হয়েছে মুষলপুরের নবনির্মিত বাকসা সংশোধনাগারে, যা মাত্র দুই মাস আগে উদ্বোধন হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে কোনও বন্দি ছিল না।
বিনোদন
জুবিন গর্গের মৃত্যুতে দেবের মন্তব্যে বিতর্ক! নেটিজেনদের কটাক্ষ, ‘আরও কিছু আশা করেছিলাম’
জুবিন গর্গের মৃত্যু ঘিরে উত্তেজনা, রহস্য ও আবেগে জর্জরিত গোটা অসম। রাজ্য সরকার জানিয়েছে,
“এ লড়াই শুধু একজন শিল্পীর জন্য নয়, বরং সেই সব মানুষদের জন্য যারা জুবিনকে ভালোবাসতেন — সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য।”
বিনোদন
ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে! চার মাসে তৃতীয় হামলায় চাঞ্চল্য