এবার হস্টেলের ঘরে থেকে উদ্ধার হল এক ছাত্রীর নিথর দেহ। ওই ছাত্রীর বয়স ১৯ বছর। লখনউয়ের রাম মোহন লোহিয়া ন্যাশনাল ল কলেজের ছাত্রী ছিলেন ওই কিশোরী। এদিন হস্টেলের ঘরে থেকে নিথর দেহ উদ্ধার হয় তার। এর পাশাপাশি ওই মৃত ছাত্রী এনআইএ-র ইন্সপেক্টর জেনারেল আইপিএস সন্তোষ রাস্তোগীর কন্যা ছিলেন। এদিন তার ঘর থেকে তাকে এমন অবস্থায় পাওয়ার পর রহস্য দানা বেঁধেছে।
মৃত ওই ছাত্রীর নাম অনিকা রাস্তোগি। তিনি তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার দেহ হস্টেলে তার ঘরে পড়েছিল। তাকে তার সহপাঠীরা উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওইদিন সহপাঠীরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তারপরও অনিকা না ওঠায় তার দরজা খোলা হয়।
দরজা খোলার পর সকলে স্তম্ভিত হয়ে যান। দেখা যায় ঘরের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে ওই ছাত্রী। ওই অবস্থায় দেখার পর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু কোনো লাভ হয়নি। কারণ ততক্ষণে সে মৃত। প্রাথমিক রিপোর্টে হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। পুলিশ জানিয়েছে, দরজা ঘরের ভিতর থেকে বন্ধ ছিল। ঘর থেকে কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এছাড়া তার পোশাক অবিন্যস্ত ছিল না। তার শরীরে কোনোরকম আঘাতের চিহ্ন মেলেনি। ওই কিশোরীর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুন,
*মেয়ে কোমায়, দুঃসংবাদ শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েন তনুজা, তারপর ঘটে মিরাকেল