সইফ-পুত্রকে অপহরণ করে কোটি টাকা হাতানোর ছক, জেরায় জানাল সইফের হামলাকারী

গত বুধবার রাতে দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দুষ্কৃতি তার বাড়িতে প্রবেশ করে। অবশেষে অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের জেরায় সে একাধিক স্বীকারোক্তি করেছে যা বেশ ভয়ঙ্কর। শরিফুল ইসলাম শাহজাদ নামের ওই ব্যক্তির সইফ আলি খানের বাড়িতে যাওয়ার মোটিভ নিয়ে ধোঁয়াশায় ছিল মুম্বাই পুলিশের।

গত ১৫ই জানুয়ারি সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে প্রবেশ করে তাকে আক্রমণ করে ওই দুষ্কৃতি। ছয় বার ছুরিকাঘাতে আক্রান্ত হন সইফ। ওই ব্যক্তি পুলিশের জেরায় জানিয়েছে, সইফের ছেলে জেহ-কে অপহরণ করে মুক্তিপণ হিসেবে কোটি টাকা আদায় করার ছক ছিল তার। পুলিশের কথায়, জেরায় ওই ব্যক্তি এমনই জানিয়েছে।

এদিন মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, তিনি নিরাপত্তার জন্য নিজের বাড়িতে গিয়ে থাকছেন। এদিকে ঘটনার পুনর্নির্মাণের জন্য সইফের বান্দ্রার ফ্ল্যাটে পুলিশ শরিফুলকে নিয়ে যায়। সেখানে গিয়ে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট মিলেছে বলেও জানা গিয়েছে।

গত ১৫ই জানুয়ারি ভোর রাতে ওই দুষ্কৃতি জেহ-এর ঘরের বাথরুম থেকে ঘরে প্রবেশ করে। জেহ-এর ন্যানির চিৎকারে সব পণ্ড হয়ে যায়। আর সেইসময় ন্যানির কাছে কোটি টাকা দাবি করে ওই দুষ্কৃতি। তারপর দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যালাপ হয়। আর সেই চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। আর তাতেই বাঁধে বিপত্তি।

ওই দুষ্কৃতি এরপর সইফকে ছুড়ি দিয়ে আঘাত করে। অনেকেই অনুমান করছেন, নিশ্চয়ই বাড়ির আনাচকানাচ খুব ভালোভাবে জানত সে। নাহলে এত সুচারুভাবে ঘরের মধ্যে ঢুকে পড়া সম্ভব নয়। জেহ-এর ঘরে তার গতিবিধি দেখে বোঝা গিয়েছিল ওর উদ্দেশ্য। জেরায় শরিফুল স্বীকার করে জেহ-কে অপহরণ করে কোটি টাকা আদায় করা ছিল তার উদ্দেশ্য।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক