অসম্ভবকে সম্ভব করলেন কাজল, শাহরুখ-অজয় দ্বন্দ্ব ভুলে এখন তারা ‘কাছের বন্ধু’, দেখুন ভিডিও

অবশেষে এক ফ্রেমে তারা তিনজন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়াই যে স্বাভাবিক। কারণ এমন ঘটনা এর আগে কোনোদিন ঘটতে দেখা যায়নি। কিন্তু এই ঘটনা ঘটানোর মূলে কে রয়েছেন? তিনি হলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আর তা প্রকাশ্যে আসতেই বিস্ময় সকলের চোখে। কারণ শাহরুখ খান ও অজয় দেবগনের একসঙ্গে একই ফ্রেমে ভিডিও ও ছবি।

বলিউডে এত বছরের কেরিয়ারে কেউ কখনও এমনটা হতে দেখেননি। আর তা সম্ভব হলে কাজলের জন্য। বুধবার শাহরুখ-পুত্রকে তার নতুন ছবি ‘ব্যাডস্ অফ বলিউড’-এর জন্য শুভেচ্ছা জানাতে সেখানে পৌঁছে গিয়েছে কাজলের গোটা পরিবার। আর সেখানেই ঘটে যায় এই ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় কাজলের দুই পাশে শাহরুখ খান ও অজয় দেবগন।

শাহরুখ ও অজয়ের দ্বন্দ্ব আজকের নয়। বরং বহুদিনের পুরোনো। তাদের ঠান্ডা লড়াই বলি পাড়ায় চাপা গুঞ্জনের মতন। সকলেই জানেন কিন্তু কেউ যেনো স্বীকার করতে চান না। এদিকে কাজল ও শাহরুখের অনস্ক্রীন জুটি বেশ জনপ্রিয়। তাদের পর্দায় একসঙ্গে ছবি এলেই সকলেই হলমুখী হন। অনস্ক্রীন জুটির পাশাপাশি বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব কাজল ও শাহরুখের। তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, এই বিষয়টি একেবারেই পছন্দ করতেন না অজয় দেবগন।

আর তাই ‘কভি খুশি কভি গম’ ছবির পর বহুদিন শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখা যায়নি। তবে এবার সব ঝামেলা ভুলে এক হলেন তারকারা। ‘ব্যাডস্ অফ বলিউড’-এর প্রিমিয়ারে সপরিবারে হাজির হলেন কাজল। আর হাসি মুখে বন্ধু শাহরুখ ও স্বামী অজয়কে নিয়ে ছবি তুললেন তিনি। সঙ্গে কালো রঙের পোশাকে সকলে ধরা দিলেন সকলে।

error: Content is protected !!