চিনের এইচএমপিভি ভাইরাসের সন্ধান মিলল বেঙ্গালুরুর এক শিশুর দেহে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্যমন্ত্রক

ফের নতুন করে এক ভাইরাসের কথা সামনে এসেছে। চিনে সেই ভাইরাসের দাপট দেখা গিয়েছে। সেটি হলো হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। বেঙ্গালুরুতে এই ভাইরাসে আক্রান্ত হল এক শিশু। সম্প্রতি বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে এক শিশুর চিকিৎসা চলছিল। সেখান থেকেই জানা যায়, ওই শিশুটি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত।সেখানেই শিশুটির নমুনা পরীক্ষা করা হয়েছে।

তবে কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হচ্ছে, ওই নমুনা কোনও সরকারি ল্যাবরেটরি থেকে করানো হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্রের তরফে জানানো হয়েছে, “এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।”এদিকে কর্ণাটকে এমন ভাইরাসের সন্ধান মেলায় সেটি গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য মন্ত্রক।

চিনে যে ভাইরাস ছড়িয়েছে তার সঙ্গে বেঙ্গালুরুর ওই শিশুর ভাইরাসের সঙ্গে মিল রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “চিনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

তবে চিনে যে ভাইরাস ছড়িয়েছে তা নিয়ে ইতিমধ্যে গোটা বিশ্ব জুড়ে নানান আতঙ্ক ছড়াতে শুরু করলেও চিনের তরফে জানানো হয়েছে, এটি একটি শীতকালীন সংক্রমণ। তবে গোটা বিশ্বের মতন ভারতও চিনের উপর নজর রাখছে। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকে তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে সমস্যা তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

তবে কেন্দ্রের তরফে দেশবাসীকে এই বিষয়ে আতঙ্কিত হতে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় এই ভাইরাস খুব সহজেই মোকাবিলা করা যাবে বলেও জানিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতেও বলা হয়েছে। কোনও জনবহুল স্থানে মাস্ক পরে থাকার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন,
*ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ডিমের জুড়ি মেলা ভার, কী কী উপায়ে ব্যবহার করবেন?
*আপাতত এইচএমপিভি ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

error: Content is protected !!