চোখে-মুখে ক্রূর হাসিতে যেনো লুকিয়ে রহস্য, পাওলি দামের নতুন অবতারে তবে কীসের ইঙ্গিত? জানুন

গা ভর্তি গয়না, চোখে-মুখে রহস্যময়ী হাসি, এমন লুকে ধরা দিলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম। তার চোখে-মুখে লেগে থাকা ক্রূর হাসি যা ভয় ধরাতে বাধ্য সকলকে। চোখের চাহনিতে যেনো অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যেনো সেই রহস্য খন্ডন করা সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু হঠাৎ এমন অবতারে ধরা দেওয়ার পিছনে তবে কি আরও বড় রহস্য লুকিয়ে আছে? বাংলা জি ফাইভের পর্দায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ। আর তাই এমন রহস্যময়ী সাজে ধরা দিয়েছেন পাওলি।

বাংলা জি ফাইভের নতুন সিরিজ ‘গণশত্রু’ মুক্তি পেতে চলেছে আগামী ৩১শে অক্টোবর। আর তারই প্রথম ট্রেলার ও লুক প্রকাশ্যে এলো, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এই সিরিজে যে গল্প বলা হয়েছে তার প্রতিটিই সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আর তাই এই সিরিজের প্রতি মানুষের ঝোঁক অনেকটাই বেশি। জানা যাচ্ছে, সিরিজে রয়েছে পাঁচটি সত্য ঘটনার মোড়ক। যে ঘটনাগুলি একসময় কলকাতার বুকে সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলকে নাড়িয়ে দিয়েছিল।

সিরিজে ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রটিকে একটি আলাদা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। চরিত্রটি মূলত ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। আর তাকে ঘিরেই এই চরিত্রের কাহিনি আবর্তিত হয়েছে। এক ব্রাহ্মণ বিধবা সমাজে অবমাননার শিকার হন। কিন্তু পরে তিনি অর্থের লোভে হয়ে ওঠেন একজন সিরিয়াল কিলার। আর এরপর তিনি একের পর এক খুন করতে থাকেন। গোটা ট্রেলারে রীতিমতো ভয় ধরানো পরিবেশ।

সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। আর এই সিরিজে রয়েছে কলকাতার চার কুখ্যাত দাগী আসামীর নানান কুখ্যাত কার্যকলাপের ঘটনা। আর তারা হলেন হুব্বা শ্যামল, চেন ম্যান, সজল বারুই ও রশিদ খান। সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুব্রত দত্ত ও আয়ুশ দাসকে। কলকাতার বুকে নব্বই দশকে বউবাজার বিস্ফোরণ কিংবা নানান কুখ্যাত ঘটনার নানান কাহিনি তুলে ধরা হয়েছে।

#paolidam #banglazeefiveseries

error: Content is protected !!