বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ব্রিটিশ পার্লামেন্টে সরব হলেন ঋষি সুনকের দলের সাংসদ

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে গোটা বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশ নয়, ভারতের পাশাপাশি এবার ব্রিটিশ পার্লামেন্টেও ওই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ঋষি সুনকের দলের সাংসদ। বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান।

বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স-এর বহুদলীয় গোষ্ঠী ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ’। বাংলাদেশে হয়ে চলা হিন্দুদের উপর শোষণের ঘটনা এবার ধীরে ধীরে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে ব্রিটেনের পার্লামেন্টে ব্ল্যাকম্যান বলেন, “বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে, জেলে ভরা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, সেসবের তীব্র নিন্দা করছি। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বাংলাদেশের হাই কোর্টে যেভাবে মামলা দায়ের হয়েছে, সেটাও যথেষ্ট উদ্বেগের। বিশ্বের সমস্ত দেশেই ধর্মপালনের স্বাধীনতা থাকা উচিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করে তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির। বাংলাদেশ সরকারে যাই পরিবর্তন হয়ে থাক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর এমন নির্যাতন মোটেই বরদাস্ত করা যায় না। গোটা ঘটনায় দায় রয়েছে আমাদেরও, কারণ বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল ব্রিটেন।”

ববের মতে, বাংলাদেশের নতুন পরিস্থিতি নিয়ে ব্রিটেনের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ব্রিটেনের যথেষ্ট ভূমিকা ছিল। তিনি আরও দাবি করেন, বিদেশ ও কমনওয়েলথ উন্নয়ন মন্ত্রককে ব্রিটিশ সংসদে মৌখিক বিবৃতি দিতে হবে। এরফলে গোটা বিশ্বের নজরে আসবে বাংলাদেশে হয়ে চলা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক