আগামী এপ্রিল মাসে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। তাই দরকারি কাজ নিয়ে ব্যাংকে গিয়ে যাতে ঘুরে না আসতে তাই জেনে নিন কোন কোন দিনগুলি ব্যাংক বন্ধ থাকবে। আমরা সকলেই জানি রিজার্ভ ব্যাংক সাধারণত দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ রাখার দিন নির্ধারণ করে। তবে আঞ্চলিক ছুটিগুলি নির্ধারণ করে রাজ্য সরকার। যে কারণে একেক রাজ্যে একেক রকম ছুটি লক্ষ্য করা যায়।
সেরকমই আগামী এপ্রিল মাসে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে, কোন কোন রাজ্যে সেই তালিকা জেনে নিন।
১লা এপ্রিল: বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের জন্য ব্যাংক বন্ধ থাকবে। তবে বিভিন্ন রাজ্যে ব্যাংক খোলাও থাকবে। যেসব রাজ্যে খোলা থাকবে সেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচলপ্রদেশ, মিজোরাম, চন্ডীগড়, মেঘালয়।
৫ই এপ্রিল: তেলেঙ্গানা এবং জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষ্যে।
৯ই এপ্রিল: এদিন একাধিক উৎসব যেমন প্রথম নবরাত্রি, গুড়িপর্ব, উগাড়ি, তেলেগু নববর্ষ, সাজিবু নংমাপানবা উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। রাজ্যগুলি হলো জম্মু-কাশ্মীর, মণিপুর, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গোয়া।
১০ই এপ্রিল: বিহু, বৈশাখী, বিজু উৎসব এবং চেইরাওবা উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে জম্মু-কাশ্মীর মণিপুর ল, ত্রিপুরা ও আসামে।
১৩ই এপ্রিল: মাসের দ্বিতীয় শনিবার হিসেবে সমস্ত রাজ্যেই ব্যাংক বন্ধ।
১৫ই এপ্রিল: আসাম এবং হিমাচলপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে যথাক্রমে বোহাগ বিহু এবং হিমাচল দিবস উপলক্ষে।
১৬ই এপ্রিল: বিহার, ঝাড়খন্ড, রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা, চন্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
২০শে এপ্রিল: ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে গরিয়া পুজো উপলক্ষ্যে।
২৭শে এপ্রিল: মাসের চতুর্থ শনিবার হওয়ার জন্য সমস্ত রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে।
একইসাথে ৭, ১৪, ২১, ২৮ তারিখ রবিবার তাই ব্যাংক বন্ধ। তবে চিন্তা করবেন না অনলাইন পরিষেবা সমস্তটাই উপলব্ধ থাকবে।
আরও পড়ুন,
*অক্ষয়ের সঙ্গে বিয়ে ভাঙতেই আত্মহত্যার চেষ্টা! মুখ খুললেন রবিনা
*ডাক্তার বা মাস্টার নয়, বোকা হতে চায় রকি! করণ জানলে থমকে যাবে