'I am not an actress now I am Mandi's daughter', said Kangana Ranaut'আমি এখন অভিনেত্রী নই আমি মান্ডির মেয়ে, স্বামী বিবেকানন্দ আর মোদিজিই আমার অনুপ্রেরণা’: কঙ্গনা রাণাওয়াত

জনতা চাইলে পূর্ণ সময়ের জন্যই রাজনীতিতে মনোনিবেশ করবেন! প্রথম ভোটপ্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। দীর্ঘ বেশ কিছু সময় ধরে অভিনয় জগতে খুব একটা সফলতার মুখ দেখেননি তিনি। আর এবার সেসব বাদ দিয়ে দেশের সবথেকে বড়ো নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন।

নিজের জন্মস্থান থেকেই বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। আর অবাক করা বিষয় হলো তিনি যদিও রাজনীতিতে নতুন তবে তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই তিনি রাজনীতিতে নবাগতা। এদিন তিনি স্পষ্ট বলেন, ‘আমি এখন অভিনেত্রী নই আমি মান্ডির মেয়ে।’ একইসাথে তার রাজনৈতিক আদর্শ এবং জীবনের অনুপ্রেরণার কথা তুলে ধরেন তিনি।

বলেন, ‘আমি স্বামী বিবেকানন্দর ভক্ত। উনিই আমার মধ্যে জাতীয়তাবোধ জাগিয়েছেন। সাধগুরুজি, যার অনুপ্রেরণায় আমি কর্মযোগী হয়েছি। আরেকজন মানুষ, যিনি আমার জীবনদর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনারাই আমার আদর্শ।’

একইসাথে আরো বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আসার পরিকল্পনা করছিলাম। জনতা আমাকে এতো ভালোবাসা দিয়ে সফল করেছে যে এবার ওদের সেবা করার জন্য প্রস্তুত হয়েছি। সময় এসেছে নারীশক্তি এবং সমান অধিকারের জন্য লড়াই করার। এই কারণেই বিজেপির মতো একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। আমি রেকর্ড ভোটে জেতার অপেক্ষায় রয়েছি।’

এমনকি প্রথমদিনের ভোটপ্রচারে তিনি জনতাকে আশ্বাস দেন যদি জেতেন তাহলে পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে থাকবেন এবং মানুষের মঙ্গলে কাজ করবেন। সংসদে গিয়ে মান্ডির মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠবেন বলেও আশ্বাস দেন তিনি। উল্লেখযোগ্য, আগামী ১৪ই জুন তার নতুন সিনেমা ‘এমার্জেন্সি’ মুক্তি পেতে চলেছে। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন,
*এপ্রিলে ১৪ দিন ব্যাঙ্কিং বন্ধ! জানুন জরুরি তথ্য
*অক্ষয়ের সঙ্গে বিয়ে ভাঙতেই আত্মহত্যার চেষ্টা! মুখ খুললেন রবিনা

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক