লক্ষ্মী পুজোর দিন সুখবর ভাগ করে নিলেন ভারতী, খুব শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় সন্তান

লক্ষ্মী পুজোর দিন অবশেষে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন ভারতী সিংহ। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানালেন তাদের সংসারে আসতে চলেছে দ্বিতীয় ছোটো সদস্য। আর তার জন্য তারা দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছেন। এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সকলেই ভারতী সিংহ ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে শুভেচ্ছা জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভারতীর ছবিটিও ভাইরাল হয়ে যায় নিমেষেই।

সেই ছবিতে ভারতী ও হর্ষকে দেখা গিয়েছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন তারা। ভারতীর পরনে মাল্টিকালার টিশার্ট ও সাদা প্যান্ট সঙ্গে জুতো। হর্ষর পরনে রয়েছে শীতকালীন পোষাক ও জুতো। ভারতীর বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন হর্ষ। তারা দু’জনেই ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। আর এই ছবি পোস্ট করে ভারতী লিখেছেন, “আমরা আবার অন্তঃসত্ত্বা। গণপতি বাপ্পা মোরিয়া। ঈশ্বরকে ধন্যবাদ। খুব শীঘ্রই সন্তান আসছে।”

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই অনুরাগীরা ভারতী ও তার স্বামী হর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। হর্ষ ও ভারতীর একটি পুত্র সন্তান রয়েছে। তার বয়স তিন বছর। এর আগে সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন, তার এবার একটি কন্যা সন্তান চাই। লক্ষ্মী পুজোর দিন সকলকে খবরটি জানানোর পর এবার তাদের সংসার মা লক্ষ্মী আসছে কিনা তা জানতে পারা সময়ের অপেক্ষা।

ভারতী তাদের ছেলেকে ভালোবেসে গোলা বলে ডাকেন। যদিও তার নাম লক্ষ্য। পুত্র সন্তানকে নিয়ে ভারতীর একাধিক ভ্লগ দেখতে পাওয়া যায়। যেখানে দৈনন্দিন নানান জিনিস তুলে ধরেন ভারতী। এর আগে ভারতী জানিয়েছিলেন, তারা ২০২৫ সালে দ্বিতীয় সন্তান নিতে চান। অবশেষে সেই কথা মতই ফের অন্তঃসত্ত্বা হলেন তিনি। তবে তাদের কোল আলো করে কন্যা নাকি ফের পুত্র সন্তান আসে তা জানা যাবে কিছুদিন পরেই।

error: Content is protected !!