দীপাবলির মরশুমে দারুণ অফার ফ্লিপকার্টে, মাত্র ১০ হাজারে কিনুন এই স্মার্টফোনগুলি

kmc 20241026 171142 osYW3FCU2W

সামনেই দীপাবলি। আর সেই উপলক্ষে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে। বর্তমানে ফ্লিপকার্টে চলছে সেল। আর এই সেলে কিনে নিন মাত্র ১০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত স্মার্টফোন। ৫জি যুক্ত স্মার্টফোন কেনার সুযোগ আর পাবেন না। ফ্লিপকার্টে দীপাবলির এই সেল শুরু হয়েছে গত ২১শে অক্টোবর থেকে। আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। তাই এমন সময় স্বল্প খরচে যদি স্মার্টফোন কিনতে চান তাহলে এটিই হবে সবথেকে ভালো সুযোগ।

Poco M6 5G : এই স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন ৭,১৯৯ টাকায়৷ যদিও এটির দাম ১১,৯৯৯ টাকা। তবে সেল চলার কারণে দুর্দান্ত অফার দেওয়া হয়েছে আপনি SBI ব্যাঙ্কের কার্ড হোল্ডার হলে ১০ শতাংশ ছাড় পাবেন। এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি কানেক্টিভিটি।

Samsung Galaxy A14 5G : আরও একটি স্মার্টফোন যা আপনি ১০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন তা হলো Samsung Galaxy A14 5G। এটির আসল দাম ২০,৯৯৯ টাকা। এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়। এর সঙ্গে আপনি যদি SBI কার্ড হোল্ডার হন তবে স্মার্টফোনটি ৯,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি প্রিমিয়াম ব্যাক ডিজাইন এইচতি প্লাস ডিসপ্লে রয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি কানেক্টিভিটি রয়েছে স্মার্টফোনটিতে।

Motorola G45 5G : তালিকার তৃতীয় স্মার্টফোন হলো Motorola G45 5G। এটির আসল দাম ১৪,৯৯৯ টাকা। সেলের কারণে এটি বিক্রি করা হচ্ছে ১১,৯৯৯ টাকায়। আপনি যদি SBI কার্ড হোল্ডার হন তবে এটি তবে ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ভেগান লেদার ব্যাক ডিজাইন, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি কানেক্টিভিটি।