আমেরিকা থেকে তুলসীর পরিবারের পথে বিল গেট্‌স! ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’-তে ঐতিহাসিক মুহূর্তের ইঙ্গিত স্মৃতি ইরানির

বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। একসময় টেলিভিশনের পর্দায় রাজত্ব করা এই জনপ্রিয় ধারাবাহিক আবারও নতুন রূপে ফিরেছে ছোটপর্দায়। আর এবার এই সিরিজে এমন এক নাম যুক্ত হতে চলেছে, যা শুনে চমকে গেছেন দর্শকরা— বিল গেট্‌স!

ধারাবাহিকের নায়িকা তুলসী, অর্থাৎ স্মৃতি ইরানি নিজেই এক ঝলকে ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই মাইক্রোসফ্‌টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেট্‌সকে দেখা যাবে ধারাবাহিকে বিশেষ অতিথি হিসেবে।

সম্প্রতি প্রকাশিত এক প্রোমো ভিডিওতে দেখা যায়, তুলসী ল্যাপটপে ভিডিও কলে কথা বলছেন এক বিদেশি অতিথির সঙ্গে। ওপার থেকে শোনা যায়, “জয় শ্রীকৃষ্ণ। খুব ভাল লাগছে জেনে, আপনি আমেরিকা থেকে সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি।”

যদিও কলের অপর প্রান্তের ব্যক্তিকে দেখা যায়নি, তবে তার কণ্ঠস্বর এবং আমেরিকান উচ্চারণ থেকেই জল্পনা ছড়িয়েছে— তিনিই কি বিল গেট্‌স?

ভিডিও কল শেষ হতেই স্মৃতি দর্শকদের উদ্দেশে বলেন, “আপনারা নিশ্চয়ই ভাবছেন, কে আসছেন আমেরিকা থেকে? জানার জন্য চোখ রাখুন।” ধারাবাহিকের টিম সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবারের পর্বে এই বিশেষ অতিথি হাজির হতে পারেন।

বিনোদন
নিজের কুমারত্ব হারানোর বয়স ফাঁস করলেন কর্ণ জোহর, শুনে হতবাক জাহ্নবী কপূর!

এরপরেই জোর গুঞ্জন শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকে লিখেছেন, যদি সত্যিই বিল গেট্‌সকে দেখা যায় এই ভারতীয় টিভি সিরিজে, তা হলে তা হবে এক ‘ঐতিহাসিক মুহূর্ত’।

স্মৃতি ইরানি নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ভারতের টেলিভিশন ইতিহাসে এটি এক অনন্য মুহূর্ত হতে চলেছে। বিল গেট্‌সের মতো ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের ধারাবাহিককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।”

এখন দর্শকদের চোখ বৃহস্পতিবার ও শুক্রবারের পর্বের দিকে— সত্যিই কি তুলসীর ঘরে আসছেন বিল গেট্‌স? নাকি এটি শুধুই এক চতুর প্রচার কৌশল? উত্তর মিলবে খুব শীঘ্রই।

বিনোদন
‘ইশান আমার ছেলে নয় নুসরতের ছেলে’, সন্তানকে নিয়ে একথা কেন বললেন যশ? জানুন

#বিনোদন #স্মৃতিইরানি #বিলগেটস #KyunKiSaasBhiKabhiBahuThi #TelevisionNews

error: Content is protected !!