২০২৬ কার—প্রেম না মহাকাব্যের? নতুন বছরে বলিউডের জুটি-যুদ্ধ

আরও কয়েকটা দিন পরেই শেষ হবে ২০২৫। বড়দিনের আলো ঝলমলে উৎসবের আগেই আরবসাগরের তীরে শুরু হয়ে গিয়েছে নতুন বছর নিয়ে জল্পনা। প্রশ্ন একটাই—২০২৬ কাদের? প্রেমের গল্প না মহাকাব্যের মহারণ? যাঁরা ২০২৫-এ হাসলেন, নতুন বছরে কি তাঁদের হাসি আরও চওড়া হবে?

মায়ানগরী মুম্বইয়ে স্বপ্নের অভাব নেই। প্রতিদিনই নতুন মুখ, নতুন প্রতিভা, নতুন গল্প এসে ভিড় জমায়। কেউ হারিয়ে যান, কেউ টিকে থাকেন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে। আবার কেউ কেউ হয়ে ওঠেন বছরের ‘বাজিগর’। ২০২৬-এ সেই দৌড়ে কারা এগিয়ে, নজর রাখছে গোটা ইন্ডাস্ট্রি।

মহাকাব্যের মঞ্চে রণবীর-সাঁই পল্লবী
সবচেয়ে বেশি আলোচনায় রণবীর কপূর। ‘অ্যানিম্যাল’-এর হিংস্র, রক্তাক্ত চরিত্রের পর একেবারে ভিন্ন মেরুতে পা রাখতে চলেছেন তিনি। ২০২৬-এ রণবীর আসছেন ‘শ্রীরামচন্দ্র’ অবতারে। গুঞ্জন, চরিত্রে ঢুকতেই নাকি তিনি মদ-মাংস ত্যাগ করেছেন। বিপরীতে থাকছেন সাঁই পল্লবী। সংযত অভিনয় আর আবেগী উপস্থিতিতে এই জুটি কি নতুন ইতিহাস লিখবে? ‘রামায়ণ’-এর এই রূপায়ণ কি ২০২৬-এর সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে—সেই প্রশ্ন এখন সবার।

প্রেমের হাওয়ায় কার্তিক-শ্রীলীলা
মহাকাব্যের বিপরীতে রয়েছে রোম্যান্স। তরুণ প্রজন্মের চোখ এখন কার্তিক আরিয়ান ও শ্রীলীলার দিকে। অনুরাগ বসুর আসন্ন রোম্যান্টিক ছবিতে তাঁদের জুটি। ছবির আগেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র। বাস্তবের গুঞ্জন আর পর্দার প্রেম—দুটো মিলিয়ে কি তরুণ হৃদয়ে ঝড় তুলবেন এই জুটি? বলিউডও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জীবনীছবিতে তমন্না-সিদ্ধান্ত
ভি. শান্তারামের জীবনীছবিতে জুটি বাঁধছেন তমন্না ভাটিয়া ও সিদ্ধান্ত চতুর্বেদী। পরিচালনায় অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে। পোস্টারেই নজর কাড়ছেন দু’জন। তমন্না অভিনয় করছেন জয়শ্রীর চরিত্রে—যিনি শান্তারামের একাধিক ছবিতে অভিনয়ের জন্য খ্যাত। এই ছবি শুধু প্রেম নয়, শিল্পী-জীবনের সংগ্রামের গল্পও বলবে। তাই ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’।

নতুন প্রজন্মের গল্প: রাশা থডানী-অভয় বর্মা
রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানীর দিকেও তাকিয়ে ইন্ডাস্ট্রি। তাঁর নতুন ছবি ‘লাইকী লাইকা’-তে বিপরীতে অভয় বর্মা। ফ্যান্টম ফিল্মস প্রযোজিত এই ছবি বর্তমান প্রজন্মের প্রেম, সম্পর্ক, বিচ্ছেদকে তুলে ধরবে বলে খবর। মায়ের মতোই কি রাশা জনপ্রিয়তা পাবেন? উত্তর দেবে ২০২৬।

আরও পড়ুন
Kanchan-Sreemoyee: সিঙ্গাপুরে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে বিশেষ সন্ধ্যা কাটালেন কাঞ্চন ও শ্রীময়ী

প্রেম আর অস্তিত্বের লড়াই: শানায়া-আদর্শ
শানায়া কপূর ও আদর্শ গৌরব প্রথমবার জুটি বাঁধছেন ‘তু ইয়া ম্যায়’ ছবিতে। পরিচালনায় বিজয় নাম্বিয়ার। প্রেমের সঙ্গে জীবনের কঠিন লড়াই—এই দুইয়ের মাঝে টালমাটাল সম্পর্ক কীভাবে টিকে থাকে, সেই গল্প বলবে ছবি। মুক্তি পাচ্ছে প্রেমদিবসের ঠিক আগের দিন, ১৩ ফেব্রুয়ারি—যা বাড়াচ্ছে উত্তেজনা।

আরও পড়ুন
কন্যা সন্তানের বাবা হলেন অপূর্ব, সুখবর শেয়ার করতেই ভক্তদের শুভেচ্ছার বন্যা

সব মিলিয়ে, ২০২৬ শুধু একটি বছর নয়—প্রেম, মহাকাব্য, নতুন মুখ আর বড় বাজির লড়াইয়ের মঞ্চ। রণবীর-সাঁই পল্লবীর মহাকাব্য কি সব প্রেমকাহিনিকে ছাপিয়ে যাবে? না কি কার্তিক-শ্রীলীলা বা নতুন জুটিরাই হয়ে উঠবেন বছরের মুখ? উত্তর পেতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

আরও পড়ুন
‘জুবিনের মতো মানুষকেও খুন করল!’—সিটের ২,৫০০ পাতার চার্জশিটে চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক