আরিয়ান খান পরিচালিত ‘ব্যাড্স অফ বলিউড’ সিরিজের প্রমোশনের সময় লাল কার্পেটে হাজির হয়েছিলেন যুবতী। তাকে দেখা গিয়েছে বলি পাড়ার অভিনেতা রজত বেদীর সঙ্গে প্রবেশ করতে। অর্থাৎ ওই যুবতী রজতের কন্যা। রজতের হাত ধরেই কন্যার আবির্ভাব ঘটেছে সকলের সামনে। জানা গিয়েছে, রজতের কন্যার নাম বীরা বেদী। আর রজতের কন্যা প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে নানান চর্চা শুরু হয়েছে। অনেকেই বীরা বেদীর সঙ্গে পুরোনো দিনের করিনা কাপুরের মুখের মিল পেয়েছেন।
বীরাকে নিয়ে এত আলোচনার জেরে নাকি ভয় পেয়েছেন ছোট্ট বীরা। অনেকেই বলছেন, করিনা কাপুর বলি পাড়ার সিনেমা জগতে প্রবেশ করার পর তাকে যেমন দেখতে লাগত, অনেকটাই তেমন দেখতে বীরাকে। তবে শুধু করিনা নয়, কেউ কেউ করিনা ও করিশ্মার মিশ্রণ হিসেবে দেখছেন বীরাকে। কেউ আবার বীরার চোখ দেখে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তুলনা করতে ছাড়েননি। যদিও মেয়েকে নিয়ে সকলের এত আগ্রহ দেখে খুশি হয়েছেন রজত।
তবে বাবা রজত এই বিষয়ে খুশি হলেও তার মেয়ের সঙ্গে বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের তুলনা না টানতে অনুরোধ করেছেন। ওইদিন বীরাকে দেখা গিয়েছিল কালো রঙের পোশাকে। সঙ্গে হালকা বাদামি রঙের খোলা চুল। দুধ সাদা বাদামি রঙ ও বাদামি চুলে বীরাকে একেবারে অনন্য করে তুলেছে। তার নীলাভ চোখ যা নজর কেড়েছে সকলের৷ একেবারে মেকাপহীন লুকে ওইদিন রেড কার্পেটে ধরা দিয়েছিলেন বীরা।
জানা গিয়েছে, বর্তমানে পড়াশোনা করছেন বীরা। ২০০৪ সালে কানাডায় পাড়ি দেন রজত। সেখানকার কলেজেই পড়াশোনা করছেন ১৮ বছর বয়সী বীরা। যদিও তার সমাজ মাধ্যমের প্রোফাইল ব্যক্তিগত করে রাখার কারণে তার কোনও ছবি পাওয়া যায়নি। তবে বীরা যে কয়েক মিনিটের দর্শনে সেদিন সকলের নজর কেড়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
#rajatbedi #bollywood