অবশেষে এবার ধনী ব্যক্তিদের মধ্যে তুলনাতে এগিয়ে এলেন তিনি। প্রেক্ষাগৃহে তিনি বর্তমান তরুণ প্রজন্মের তারকাদের এখনও পিছনে ফেলে দেন নিমেষেই। এবার যেনো তার নামের সঙ্গে আরও একটি পালক জুড়লো। এবার ‘বিলিয়নার্স’ ক্লাবে প্রবেশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। বর্তমানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ১২০০০ কোটি টাকার মাপকাঠি ছাড়িয়ে গিয়েছে। এবার পৃথিবীর সবথেকে ধনী অভিনেতা হিসেবে উঠে এলেন শাহরুখ খান।
তবে শুধুমাত্র শাহরুখ নয়, এই তালিকায় রয়েছেন আরও বলিউড তারকারা। যেখানে শাহরুখের পরেই রয়েছেন জুহি চাওলা। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৯০ কোটি টাকা। এরপরের স্থানে রয়েছেন হৃত্বিক রোশন। তার সম্পত্তির পরিমাণ ২১৬০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন করন জোহর। তার সম্পত্তির পরিমাণ ১৮৮০ কোটি টাকা। এরপরের স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন যার সম্পত্তির পরিমাণ ১৬৩০ কোটি টাকা।
আরও পড়ুন,
বান্ধবীকে চার বছরের প্রেমবার্ষিকীর শুভেচ্ছা ‘গ্রিক গড’-এর, কী লিখে শুভেচ্ছা জানালেন হৃত্বিক
বর্তমানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১২৪৯০ কোটি টাকা। ৩৩ বছরের অভিনয় জীবনে এই প্রথম তিনি বিলিয়নার্স ক্লাবে প্রবেশ করলেন। বিলিয়নার্স-এর তালিকায় শাহরুখের পর বলিউডের আরও তারকার নাম থাকলেও তাদের সঙ্গে শাহরুখের বিরাট এক ব্যবধান রয়েছে। ৫৮ বছর বয়সে প্রথম Hurun India Rich List-এ নাম ওঠে শাহরুখের।
আরও পড়ুন,
বান্ধবীকে চার বছরের প্রেমবার্ষিকীর শুভেচ্ছা ‘গ্রিক গড’-এর, কী লিখে শুভেচ্ছা জানালেন হৃত্বিক
সেইসময় অভিনেতার সম্পত্তির পরিমাণ ছিল ৭৩০০ কোটি টাকা। বর্তমানে সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২০০০ কোটি টাকার বেশি। শাহরুখের এমন উত্থানের পিছনে অনেকেই মনে করছেন, অভিনেতার পরপর মুক্তি পাওয়া সিনেমা ও তার IPL-এর টিম কলকাতা নাইট রাইডার্স দ্বারা প্রাপ্ত মুনাফা। তবে শুধু ভারতীয় তারকা নয়, এর পাশাপাশি হলিউডের টেলর সুইফট, টম ক্রুজ, জেরি সাইনফিল্ড সহ একাধিক তারকার তুলনায় অনেক এগিয়ে রয়েছেন শাহরুখ৷