বাংলা ছবিতে অভিনয় করবেন বলিউড অভিনেতা, আর কী জানালেন পরিচালক!

বাংলা ছবিতে এবার বলিউড অভিনেতাকে নিয়ে তৈরি হতে চলেছে ছবি। আদ্যোপান্ত এই বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা শরমন জোশী। বলিউড একাধিক কমেডি ছবিতে দেখা গিয়েছে শরমনকে। এর পাশাপাশি ‘থ্রী ইডিয়টস্’ ছবিতেও শরমনের চরিত্র মন দাগ কেটেছে সকলের। এবার তাকে দেখা যাবে বাংলা ছবিতে। জানা যাচ্ছে, ছবির কাজের জন্য ইতিমধ্যে বাংলা লেখা শুরু করে দিয়েছেন শরমন।

ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। জানা যাচ্ছে, ছবির নাম ‘ভালোবাসার মরশুম’। যেই সময় মুম্বাইয়ে টলিউডের তারকাদের ভিড় জমছে তখন বাংলাতেই বলিউড তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ছবি।

আদ্যোপান্ত একটি প্রেমের গল্প বুনছেন পরিচালক। পরিচালকের কথায়, “এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।” এর পাশাপাশি অভিনেত্রীর কথায়, তিনি শরমন জোশীর ক
সঙ্গে কাজ করবেন জেনেও বেশ খুশি। এর পাশাপাশি তার নিজের চরিত্রটিও বেশ পছন্দ হয়েছে তার।

kmc 20250725 164017 cC6GUL869g

এর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাসারকে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে ছবিতে অভিনয় করতে। ছবির শ্যুটিং হবে মুর্শিদাবাদ ও দার্জিলিং জুড়ে। অর্থাৎ ছবি নিয়ে ইতিমধ্যে কলাকুশলীদের আগ্রহ অনেকটাই বেশি। ছবিটি কেমন হতে চলেছে তা অপেক্ষাই বলবে।

error: Content is protected !!