শাহরুখ, আমির থেকে সলমন কত টাকা পারিশ্রমিক পান প্রত্যেক সিনেমার জন্য? জেনে নিন

বলিউড তারকাদের বিলাসিতার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আসলে তাদের উপার্জন আকাশছোঁয়া তাইতো বিলাসবহুল জীবনযাপন করেন তারা। আজ এই প্রতিবেদনে আমরা জানবো কোন বলিউড তারকা কত টাকা উপার্জন করেন এক একটি সিনেমার জন্য।

শাহরুখ খান: তালিকার প্রথমেই রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের নাম। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। তাই তার উপার্জন অনেক বেশি। জানা গিয়েছে প্রত্যেক সিনেমার জন্য ১৫০-২৫০ কোটি টাকা নেন এই অভিনেতা।

আমির খান: মিস্টার পারফেকশনিস্ট চিত্রনাট্য পছন্দ না হলে কখনোই সেখানে কাজ করেন না। আর মনের মতোন সিনেমার জন্য চার্জ করেন অনেক বেশি। প্রত্যেক সিনেমার জন্য তিনি নেন ১০০-২৭৫ কোটি টাকা।

সলমন খান: এখন যদিও হাতেগোনা সিনেমাতেই দেখা যায় তাকে, তবে প্রত্যেক সিনেমার জন্য তিনি পান ১০০-১৫০ কোটি টাকা।

অক্ষয় কুমার: প্রত্যেক বছর সবথেকে বেশি সিনেমা মুক্তি পায় এই অভিনেতার। যার মধ্যে কখনো কিছু সিনেমা হিট হয় আবার কিছু ফ্লপ। তবে প্রত্যেক সিনেমার জন্য তিনি ৬০-১৪৫ কোটি টাকা নেন।

হৃতিক রোশন: প্রতিটি সিনেমার জন্য এই অভিনেতাকে ৮৫-১০০ কোটি টাকা দিতে হয় নির্মাতাদের।

রনবীর কাপুর: কাপুর পরিবারের এই শিল্পী কিন্তু অন্যান্য তারকার থেকে কমই পান প্রত্যেক সিনেমার জন্য। আপাতত ৭৫-১০০ কোটি টাকা প্রতি সিনেমা পারিশ্রমিক পান তিনি।

এছাড়া অজয় দেবগণ নেন ৪৫-৭০ কোটি, কার্তিক আরিয়ান ২৫-৫০ কোটি এবং রণবীর সিং ৩০-৫০ কোটি টাকা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক