এবার দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সাংসদ রাঘব চড্ডা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন দম্পতি। নতুন সদস্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই সকলেই দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও বিয়ের পর থেকেই তাদের নিয়ে এই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।
বিয়ের পর অনেকটা ওজন বেড়ে গিয়েছিল পরিণীতির। সকলেই তাই ভেবেছিলেন সুখবর আসছে। যদিও সেইসময় এমন কোনো খবর আসেনি। তবে অবশেষে বিয়ের দুই বছর পর নতুন সদস্যের খবর দিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় পরিণীতি একটি পোস্ট করেছেন। সেখানে তাকে একটি কেকের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
কেকের ছবির ওপর লেখা রয়েছে ১+১=৩। অর্থাৎ তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আর সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে রাঘব ও পরিণীতিকে দেখা গিয়েছে হাতে হাত ধরে হাঁটতে। এই পোস্ট করার পর সকলেই কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। পরিণীতির পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা রয়েছে “আমাদের ছোট্ট দুনিয়া আসছে। সীমাহীন আশীর্বাদ কামনা রইল।”
বলি পাড়ার একাধিক অভিনেত্রী পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া পরিণীতির দিদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার বোনের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এবং সন্তান আসার পরবর্তী সময় অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনয় থেকে বিরতি নেবেন। তবে তার পর কবে তিনি অভিনয়ে ফিরবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বার্তা তিনি দেননি। অভিনেত্রী পরিণীতি চোপড়া একাধিক হিট ছবির অংশ হলেও তার জনপ্রিয়তা কমবেশি রয়েছে।