অবলীলায় গলায় পেঁচিয়েছেন অজগর সাপ, স্ত্রী প্রিয়াঙ্কার কাণ্ড দেখে ভিরমি খেলেন নিক জোনাস, দেখুন ছবি

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবার সমাজ মাধ্যমে এক নতুন অবতারে হাজির হলেন। তার পোস্ট করা সেই ছবি দেখে ভিরমি খেয়েছেন অনেকেই। কিন্তু প্রিয়াঙ্কা বরাবর অ্যাডভেঞ্চারপ্রেমী৷ আর এই কারণে তার কাছে এটি নতুন নয়। আসল ঘটনাটি হলো, বলিউডের ‘দেশি গার্ল’ এবার গলায় অজগর সাপ জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আর সেই ছবিতে তাকে একটুও ভীত দেখাচ্ছে নয়। বরং তিনি বেশ মজা পেয়েছেন।

যদিও প্রিয়াঙ্কা বরাবর চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। আর তার সর্পপ্রীতির কথা নতুন নয়। এর আগেও তাকে দেখা গিয়েছে সাপকে নিজের শরীরে জড়িয়ে নিতে। পাইথন, অ্যানাকোন্ডার মতন ভয়ানক সাপকে অবলীলায় নিজের সঙ্গে জড়িয়ে নেন প্রিয়াঙ্কা। আর সেই ছবিও তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তাকে সাপকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। এবার ফের অজগর সাপকে গলায় জড়িয়ে নতুন পোজে ফটো তুললেন তিনি।

বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কাকে বেশ খুশি মনে অজগরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। কিন্তু তার স্বামী নিক জোনাস খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, তা ছবিতেই স্পষ্ট। একটি ভিডিওতে নিককে বলতে শোনা যায়, গয়নাটা ভালো হয়েছে। আর তার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ধন্যবাদ কিন্তু এটা সাপ। ছবিতে নিককে যখন দেখা গিয়েছে অস্বস্তিতে, তখন প্রিয়াঙ্কার মুখে এক গাল হাসি।

যদিও প্রিয়াঙ্কার এমন সাহস দেখে নেট দুনিয়ার মানুষ বেশ হতচকিত। কেউ কেউ তার সাহসের প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, “তোমার ছবিটা আমাকে তিন রাত তাড়া করে বেড়াবে।” কেউ আবার লিখেছেন, “বিপজ্জনক।” তবে প্রিয়াঙ্কার সাপের প্রতি প্রেম বরাবর। কখনও সাপের ডিজাইনের জামা পরেন, আবার কখনও সর্পিল ডিজাইনের গয়নাও তাকে পরতে দেখা যায়। সবমিলিয়ে যেনো নতুন একটি অ্যাডভেঞ্চার।

#deshigirl #priyankachopra

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক