তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? পাত্রটি কে?

তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? যদিও বলিউডের অন্দরমহলে কান পাতলে স্পষ্টভাবে তেমন কিছু শোনা না গেলেও গুঞ্জন শুরু হয়েছে সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রীকে এতদিন কোনও সাক্ষাৎকারে বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি কখনই ইতিবাচক ইঙ্গিত দেননি।

তবে গুঞ্জন শুরু হয়েছে, চলতি বছরে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাহলে পাত্রটি কে? কানাঘুঁষা শোনা যাচ্ছে, লেখক রাহুল মোদিকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী। যদিও লেখক রাহুলের সঙ্গে অভিনেত্রীকে মাঝেমধ্যে দেখা যায়। বিমানে করে তারা একসঙ্গে ভ্রমণ করেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিমান সেবিকার দৌলতে।

এর আগে বহুবার একাধিক সাক্ষাৎকারে শ্রদ্ধাকে তার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি তা সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তবে সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, লেখক রাহুল মোদি তার ‘বিশেষ বান্ধবী’র মূহুর্ত ক্যামেরাবন্দী করছেন। আর এরপর থেকে জোর চর্চা শুরু হয়েছে নায়িকার বিয়ে নিয়ে। তবে ধীরে সম্পর্ক প্রকাশ্যে আনছেন যুগল?

যদিও এসবের উত্তর পাওয়া না গেলেও তাদের মূহুর্তগুলি দেখে এমনটাই অনুমান করছেন অনেকে। তবে কি শীঘ্রই তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে? তা জানা না গেলেও আপাতত গুঞ্জন তেমনটাই বলছে। বাকি সবকিছু আপাতত সময়ের অপেক্ষা।

error: Content is protected !!